সোমবার, ২৫ মে, ২০২০, ১১:১১:৩৬

কাশ্মীরিদের নিয়ে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের প্রস্তাবে ভেটো দিলো আরব আমিরাত

কাশ্মীরিদের নিয়ে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের প্রস্তাবে ভেটো দিলো আরব আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক : ইসলামিক সহযোগিতা সংস্থায় (ওআইসি) কাশ্মীরিদের দু'র্দ'শা ও ভারতে ক্র'মবর্ধমান ইসলামবি'দ্বেষ নিয়ে আলোকপাত করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে পাকিস্তান। ওআইসির স্থায়ী প্রতিনিধিদের (পিআর) ভার্চ্যুয়াল বৈঠকে পাকিস্তান এ বিষয়টি তোলার চেষ্টা করেও কোনো পাত্তা পেল না।

বৈঠকে সভাপতিত্ব করে সংযুক্ত আরব আমিরাত। গত ১৯ মে ওই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সানডে গার্ডিয়ানলাইভে এমন খবর জানা গেছে। ভারতে ইসলামবিদ্বে'ষের 'ক্রমবৃদ্ধির' ঘটনায় জাতিসংঘে নয়াদিল্লির বি'রুদ্ধে ব্যবস্থা নিতে একটি 'ছোট্ট অনানুষ্ঠানিক কার্যকরী গ্রুপ' গঠনের প্রস্তাব দিয়েছিলেন ওআইসিতে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি মুনির খান। কিন্তু পাকিস্তানের এই দাবি প্রত্যা'খ্যান করেছে আরব আমিরাত।

মালদ্বীপও এ ক্ষেত্রে জো'রালোভাবে পাকিস্তানের বিরো'ধিতা করেছে। সানডে গার্ডিয়ান জানায়, পাকিস্তান এভাবে উপেক্ষিত হওয়ার পর পরি'স্থিতি এমন দাঁড়িয়েছে যে মনে হচ্ছে ওআইসিতে ভারতেরও একটি ভেটো ক্ষমতা রয়েছে। ৫৭ মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশের সংস্থা ওআইসির প্রধান কার্যালয় সৌদি আরবের জেদ্দায়। জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নেও তাদের স্থায়ী প্রতিনিধি রয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে