মঙ্গলবার, ২৬ মে, ২০২০, ০৫:৩১:১৫

করোনা ভাইরাস নিয়ে চীনের চাঞ্চল্যকর স্বীকারোক্তি

করোনা ভাইরাস নিয়ে চীনের চাঞ্চল্যকর স্বীকারোক্তি

আন্তর্জাতিক চাপের মুখে চাঞ্চল্যকর স্বীকারোক্তি চীনের। এবার বেজিং জানিয়েছে, তাদের গবেষণাগারে রয়েছে বাদুড় থেকে সংগৃহীত তিনটি সক্রিয় করোনা ভাইরাস। তবে সেগুলির সঙ্গে মা'রণ কোভিড-১৯-এর কোনও মিল নেই। কিন্তু সাফাই দিলেও অনেক কিছুই যে এখনও গো'পন করছে দেশটি তা স্পষ্ট বলেই মত বিশ্লেষকদের।

আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশের অভিযোগের জবাবে চীন জানিয়েছে, ইউহানের ভাইরোলজি ল্যাবে বাদুড় থেকে সংগ্রহ করা তিনটি করোনা ভাইরাস রয়েছে। তবে সেগুলির সঙ্গে কোভিড-১৯-এর কোনও মিল নেই। ইউহান ভাইরোলজি ইনস্টিটিউটের ডিরেক্টর ওয়াং ইয়ানই সংবাদমাধ্যমকে জানিয়েছেন, চীনের বিরু'দ্ধে ভাইরাস ছড়িয়ে দেওয়ার যে অভিযোগ আমেরিকা ও ইউরোপার বিভিন্ন দেশ এনেছে তা সম্পূর্ণ মিথ্যা। 

তার কথায়, 'আমাদের কাছে বাদুড় থেকে সংগৃহীত তিনটি করোনা ভাইরাস আছে। সেগুলি অত্যন্ত নিরাপদে পৃথকভাবে সংরক্ষিত রয়েছে। যদিও এগুলির সঙ্গে 'সার্স সিওভি-২'-র মিল থাকার সম্ভাবনা বড়জোর ৭৯.৮ শতাংশ। এদিকে, চীনের এই যুক্তি সহজে মানতে নারাজ বিশ্লেষকরা। চীনের তথ্য গোপন করার স্বভাব বিশ্বের কাছে নতুন কিছু নয়। 

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, গত ১৩ মে রেকর্ড হওয়া ইউহানের ভাইরোলজি ল্যাবের ডিরেক্টরের এই সাক্ষাত্‍কার এতদিন পর কেন দেখানো হল, তার সদুত্তর অবশ্য দিতে পারেনি চীনা সংবাদমাধ্যম। গত বেশ কয়েকদিন ধ'রেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেও বারবার চীনের বিরুদ্ধে ষড়'যন্ত্রের অভিযোগ তুলেছেন। 

তারা দাবি করেছেন, উহানের ভাইরোলজি ল্যাবরেটরি থেকেই করোনা ভাইরাস সমগ্র বিশ্বে ছড়িয়ে দেওয়া হয়েছে। তাদের কাছে এই দাবির পক্ষে পোক্ত প্রমাণও আছে। উল্লেখ্য, বছরখানেকের বেশি সময় ধরে বাণিজ্য চুক্তি ঘিরে শি জিনপিং আর ট্রাম্পের মধ্যে সম্পর্কটা মোটেই ভাল যাচ্ছে না। এর মধ্যে থাবা বাড়িয়েছে করোনা। তাই বেজিংয়ের উপর লাগাতার চাপ তৈরি করছে ওয়াশিংটন। সূত্র : সংবাদ প্রতিদিন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে