মঙ্গলবার, ২৬ মে, ২০২০, ০৬:১৭:০২

২৫ তম বিবাহ বার্ষিকীতে স্ত্রী অঞ্জলিকে শচীনের সারপ্রাইজ

২৫ তম বিবাহ বার্ষিকীতে স্ত্রী অঞ্জলিকে শচীনের সারপ্রাইজ

স্পোর্টস ডেস্ক : কথায় আছে, ভালবাসা পুরনো হলে আরও পক্ত হয়। ২৫ বছরের বৈবাহিক জীবনে সেই ভালবাসার গভীরতা বেড়েছে বই কমেনি। আজও তারা একে অপরের পরিপূরক। হাতে হাত ধরে ২৫টা বছর কাটিয়ে দিয়ে আগামিদিনগুলিতেই একইভাবে পাশে থাকার অঙ্গীকারবদ্ধ তারা। তারা শচীন ও অঞ্জলি টেণ্ডুলকার। 

সোমবারই ২৫ তম বিবাহ বার্ষিকী সেলিব্রেট করলেন তারা। আর এই বিশেষ দিনে স্ত্রী এবং পরিবারকে শচীন যে সারপ্রাইজ দিলেন, তা নিঃসন্দেহে দারুণ 'সুস্বাদু'। যিনি রাঁধেন তিনি চুলও বাঁধেন। পুরুষসমাজে এর উদাহরণ হিসেবে শচীন টেণ্ডুলকারের নাম নেওয়া যেতেই পারে। ক্রিকেটের জগতের মাস্টার ব্লাস্টার হওয়ার পাশাপাশি হাজারো গুণের মালিক তিনি। 

ব্যাট হাতে যেমন বিপক্ষ বোলারদের রাতের ঘুম উড়াতেন তেমনই সমান দক্ষতায় রান্নাঘরেও চলে তার হাত। এ আর কারও অজানা নেই। আর লকডাউনের আবহে ফের রাঁধুনির ভূমিকায় ধরা দিলেন ক্রিকেট ঈশ্বর। নতুন একটি খাবারের পদ বানাতে বেছে নিয়েছিলেন এই বিশেষ দিনটিকেই। কী বানালেন? লোভনীয়, জিভে জল আনা আমের কুলফি। একেবারে নিজের হাতে। ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করে অন্যদের শিখিয়েও দিলেন ম্যাঙ্গো কুলফি বানানোর পদ্ধতি।

ভিডিওতে শচীন বলেন, 'আজ ২৫তম বিবাহ বার্ষিকীতে পরিবারকে সারপ্রাইজ দেব। ম্যাঙ্গো কুলফি বানিয়ে খাওয়াব সবাইকে।' কুলফি বানানোর পদ্ধতি দেখে বেশ বোঝা যায়, তা আনকোড়া হাতের কামাল নয়। লিটল মাস্টার এসবে ভালই পারদর্শী। সে কুলফি খেয়ে অবশ্য অঞ্জলি এবং পরিবারের বাকি সদস্যদের কী প্রতিক্রিয়া, তা জানা যায়নি। 

তবে ডেসার্ট যে খাসা হয়েছে, তা শচীন নিজেই জানিয়ে দিয়েছেন। লকডাউনের মধ্যে কখনও আদর্শ নাগরিক হিসেবে জনসাধারাণকে করোনা থেকে সুরক্ষিত থাকতে সচেতন করেছেন, তো কখনও আদর্শ বাবা রূপে ছেলের হেয়ারকাট করে দিয়েছেন। এবার তিনি আদর্শ স্বামীর ভূমিকায়। এমনি এমনি কী আর তিনি দেশের আইকন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে