মঙ্গলবার, ২৬ মে, ২০২০, ০৯:৩৩:৪৮

জেলখানায় ব'ন্দিদের নিজ নিজ দেশে পাঠানোর উদ্যোগ মালয়েশিয়ার

জেলখানায় ব'ন্দিদের নিজ নিজ দেশে পাঠানোর উদ্যোগ মালয়েশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ায় করোনাভাইরাস নিয়ন্ত্রণে থাকলেও জেলখানায় ব'ন্দিদের মাঝে সং'ক্রমণের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এ কারণে অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। 

আজ মঙ্গলবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে দেশটির সিনিয়র মন্ত্রী (সিকিউরিটি) ইসমাইল সাবরি ইয়াকুব এ কথা বলেন। 

ইসমাইল সাবরি ইয়াকুব বলেন, জেলখানায় ব'ন্দিদের মধ্যে যারা করোনাভাইরাসে আক্রা'ন্ত হয়েছেন তাদের চিকিৎসা দেওয়া হবে এবং যারা এখনো সুস্থ আছেন তাদের নিজ নিজ দেশে ফেরাতে সরকার কাজ শুরু করেছে। মঙ্গলবার (২৬মে)  সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আমরা বিভিন্ন দেশের দূতাবাস এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নিতে বলবো। 

এছাড়াও তিনটি ব'ন্দি শিবিরের অবৈধ অভিবাসীদের সকলকে কোভিড- ১৯ পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান মালয়েশিয়ার মন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে