বুধবার, ২৭ মে, ২০২০, ১২:৩০:২৫

শুধুমাত্র লকডাউন ভা'ঙবেন না বলে মৃ'ত্যুপথযাত্রী মায়ের সাথে দেখা করেন নি ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটে

শুধুমাত্র লকডাউন ভা'ঙবেন না বলে মৃ'ত্যুপথযাত্রী মায়ের সাথে দেখা করেন নি ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটে

আন্তর্জাতিক ডেস্ক : নেদারল্যান্ডের (Netherlands) প্রধানমন্ত্রী মার্ক রুটে (Mark Rutte) গোটা বিশ্বের সমস্ত নেতাদের জন্য এমন দৃষ্টান্ত সৃষ্টি করলেন, যেটার প্রশংসা গোটা বিশ্ব জুড়ে হচ্ছে। প্রধানমন্ত্রী মার্কের মা অনেক কয়েকদিন ধরেই অসুস্থ, আর ওনার ডাক্তারও জানিয়ে দিয়েছিলেন যে ওনাকে বাঁচানো সম্ভব না। কিন্তু দেশে করোনার সং'ক্রমণের জন্য লাগু লকডাউনের নিয়ম পালন করার জন্য মার্ক নিজের মাকে শেষ দেখাও দেখতে পারেন নি। লকডাউন শিথিল হওয়ার পর মার্ক মায়ের সাথে দেখা করতে যান, কিন্তু সেই রাতেই ওনার মায়ের মৃ'ত্যু হয়।

নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র জানান, প্রধানমন্ত্রী অসুস্থ মায়ের সাথে যেদিন দেখা করতে যান, সেদিন রাতেই ওনার মৃ'ত্যু হয়। মুখপাত্র জানান, উনি অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন কিন্তু প্রধানমন্ত্রী নিয়মের পালনের জন্য ওনার সাথে দেখা করতে যেতে পারেন নি। মার্ক গত সোমবার ঘোষণা করেছিলেন যে, ১৩ মে ওনার ৯৬ বছর বয়সী মা পরলোক গমন করেছেন। আপনাদের জানিয়ে দিই, ওনার মায়ের মৃ'ত্যু করোনার কারণে হয়নি। অনেক দিন ধরেই তিনি অসুস্থ ছিলেন।

গার্জিয়ানে ছাপা একটি খবর অনুযায়ী, শেষের দিকে মায়ের কাছে না থাকার জন্য মার্ক বেশি দুঃখী ছিলেন। যদিও, ওনাকে যখন এই ব্যাপারে জিজ্ঞাসা করা হয়, তখন উনি শুধু বলেন আইন সবার জন্য বরাবর। প্রধানমন্ত্রী হোক আর সাধারণ মানুষ, সবার জন্য এক আইন।

প্রধানমন্ত্রী মার্কের মা কেয়ার হোমে ছিলেন আর লকডাউনের নিয়ম অনুযায়ী কেয়ার হোমে দেখা করতে যাওয়া সম্পূর্ণ ভাবে নি'ষিদ্ধ।

প্রধানমন্ত্রী কার্যালয় জানায় যে, মার্ককে ডাক্তাররা ওনার মায়ের অসুস্থতার কথা জানিয়েছিলেন, কিন্তু উনি আইনের ল'ঙ্ঘন করা ঠিক হবে না বলে জানিয়েছিলেন। মার্ক নিজের মায়ের মৃ'ত্যুর ঘোষণা করে বলেছিলেন যে, আমার কাছে এর থেকে দুঃখের আর কোন জিনিষ নেই। আমি ওনার শেষ সময়েও ওনার কাছে ছিলাম না। আপনাদের জানিয়ে দিই, নেদারল্যান্ডে ৪৫ হাজারের বেশি আক্রা'ন্ত আছে। এবং ৫ হাজার ৮০০ জনের মৃ'ত্যু হয়েছে এই মার্ক ভাইরাসে।-বাংলা হান্ট

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে