বুধবার, ২৭ মে, ২০২০, ০৮:৪২:৩০

মার্কিন নিষে'ধাজ্ঞা উপেক্ষা করে ইরানি তেলবাহী জাহাজগুলোকে স্বাগত জানালো ভেনিজুয়েলা

মার্কিন নিষে'ধাজ্ঞা উপেক্ষা করে ইরানি তেলবাহী জাহাজগুলোকে স্বাগত জানালো ভেনিজুয়েলা

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের তেলবাহী জাহাজগুলোকে স্বাগত জানিয়ে বার্তা দিয়েছেন ভেনিজুয়েলার তেলমন্ত্রী তারেক আল এইসামি। তিনি আজ (বুধবার) নিজের টুইটারে পেজে ইরানি তেল ট্যাংকারের ছবি পোস্ট করে লিখেছেন, "আমি ইসলামি ইরানের তেল ট্যাংকার 'ফরেস্ট'-কে প্যারাগুয়ানা তেল শোধনাগারের জেটিতে স্বাগত জানাচ্ছি।"

ভেনিজুয়েলায় ইরানি তেল ট্যাংকারের প্রবেশ মার্কিনীদের বিরু'দ্ধে লড়া'ইয়ে ঐক্যবদ্ধ অবস্থানের প্রতীক বলে তিনি মন্তব্য করেন। এরইমধ্যে ইরানের তেলবাহী ট্যাংকার 'ফরচুন' ও 'ফরেস্ট' ভেনিজুয়েলায় পৌঁছে জ্বালানি খালাস (আনলোড) করেছে।  

গত শনিবার ইরানের প্রথম তেলবাহী জাহাজ 'ফরচুন' ভেনিজুয়েলার পানিসীমায় পৌঁছায়। এরপর মঙ্গলবার দ্বিতীয় তেলবাহী জাহাজ 'ফরেস্ট' ভেনিজুয়েলায় নোঙর করে। আজ আরও একটি তেলবাহী জাহাজ দেশটির পানিসীমায় পৌঁছেছে। বাকি দুটি জাহাজ 'ফ্যাক্সন' এবং 'ক্লাভেল' আগামী কয়েকদিনের মধ্যে ভেনিজুয়েলায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

এসব তেলবাহী জাহাজ ভেনিজুয়েলায় পাঠানো নিয়ে ইরান এবং আমেরিকার মধ্যে প্রচ'ণ্ড উত্তে'জনা দেখা দেয় এবং এক পর্যায়ে সে উত্তে'জনা আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে পড়ে। আমেরিকা প্রথমে ঘোষণা দিয়েছিল যে, ইরানি তেলবাহী জাহাজগুলোকে ক্যারিবিয় সাগরে প্রতিরো'ধ করা হবে। কিন্তু ইরান ও ভেনিজুয়েলার পাল্টা হু'মকির মুখে দৃশ্যত পিছু হটেছে আমেরিকা। সূত্র : পার্স টুডে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে