বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০, ০২:০৭:৩০

লকডাউন চলাকালীন ভারতে হু' হু' করে বা'ড়ছে সং'ক্রম'ণের সংখ্যা

লকডাউন চলাকালীন ভারতে হু' হু' করে বা'ড়ছে সং'ক্রম'ণের সংখ্যা

আন্তর্জাতিক ডেস্ক: লকডাউন চলাকালীন ভারতে হু' হু' করে বাড়ছে সং'ক্রম'ণের সংখ্যা। আর এ প'রিস্থি'তিতে লকডাউন তুলে নেওয়ার পক্ষপাতী নন শীর্ষ কর্মকর্তারা। চতুর্থ দ'ফার লকডাউন শেষে আগামী রবিবার এ বিষয় নিয়ে ঘোষণা দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।

আর্থিক কর্মকাণ্ডে গতি ফিরিয়ে আনতে কিছু জায়গায় লকডাউন শি'থিল করা হলেও গোটা দেশে এক সপ্তাহ যাবত গড়ে ছয় হাজারের বেশি করোনা রোগী পাওয়া যাচ্ছে। গেল ২৪ ঘন্টায় এই সংখ্যা ৬ হাজার ৩৮৭ এবং মৃ'তের সংখ্যা ১৭০ জন।

এদিকে মোট সং'ক্রম'ণের প্রায় ৯০ শতাংশই হচ্ছে মহারাষ্ট্র, গুজরাট, তামিলনাড়ু, দিল্লি, রাজস্থান, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ-সহ এই রাজ্যগুলিতে। রাজ্যগুলির মধ্যে আবার বড় শহর, যেমন মুম্বাই, পুণে, হায়দ্রাবাদ, কলকাতা, দিল্লি, চেন্নাইয়ে সং'ক্রম'ণ বেশি হচ্ছে। গোটা রাজ্যের ৭০-৮০ শতাংশ সং'ক্রম'ণ হচ্ছে বড় শহরে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে