বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০, ০৩:৪৯:১৭

লকডাউনে চাষাবাদ করছেন সোনাজয়ী বক্সার!

লকডাউনে চাষাবাদ করছেন সোনাজয়ী বক্সার!

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের লকডাউন অনেক মানুষের মতোই তার জীবনও বদলে দিয়েছে। ভারতের  বুলধানার সাওনা গ্রামের বাসিন্দা অনন্ত চোপাড়ে এখন প্রখর রোদ্রে নিজের ২ একর জমিতে চাষ করছেন। অথচ ২২ বছরের ছেলেটির এই সময় পাতিয়ালায় জাতীয় বক্সিং দলের সঙ্গে অনুশীলনে থাকার কথা ছিল। করোনায় এভাবেই বদলে গেছে অনন্তর জীবন। সংসারের খরচ সামলাতে তাকে জমিতে নেমে হালচাষ করতে হচ্ছে।

২০১৯ সালে ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্ট কাপে ৫২ কেজি বিভাগে স্বর্ণপদক জিতেছিলেন অনন্ত। বক্সিংয়ে অত টাকা পয়সা না থাকায় তার পরিবারের দারিদ্র্য কাটেনি। দুই ভাই ও বাবা-মায়ের সংসার চালানোর জন্য যথেষ্ট উপার্জন তাদের নেই। অনন্তর বড় ভাই অটো চালান। একটা সময় অনন্ত তার পরিবারের ভাগ্য বদলে দেন। বক্সিং বিশ্বে ছড়িয়ে পড়ে তার নাম। অনন্ত বলেন, 'দুই মাস ধরে জমিতে কাজ করছি। কখনই এত দীর্ঘ সময় বক্সিংয়ের বাইরে থাকতে হয়নি। খুব শিগগিরই বক্সিংটা আবার শুরু হওয়া দরকার।'

গত চার বছর ধরে টানা জাতীয় ক্যাম্পে সুযোগ পাওয়া অনন্ত ২০১৮ সালে রেলে চাকরি পান। ইন্দোনেশিয়ায় সোনার পদক জেতার পাশাপাশি সেই সফররত বক্সিং-এর কিংবদন্তি মেরি কমের সান্নিধ্যও পান অনন্ত। বক্সিংয়ের কারণে গ্রাম থেকে তাকে দূরে থাকতে হয়। অনন্তের কথায়, 'গত চার বছরে এই প্রথম আমি গ্রামে টানা এতদিন থাকলাম। মেরি কমের শিক্ষা শুধু আমার বক্সিং নয়, আমার জীবনটাই আমূল বদলে দিয়েছে।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে