বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০, ০৭:২৫:৫২

চীনের উপস্থিতি ভাবাচ্ছে ভারতকে, ডোকলামের থেকেও ভ'য়াব'হ সং'ঘাত হতে চলেছে!

চীনের উপস্থিতি ভাবাচ্ছে ভারতকে, ডোকলামের থেকেও ভ'য়াব'হ সং'ঘাত হতে চলেছে!

আন্তর্জাতিক ডেস্ক: সীমান্ত নিয়ে ভারত-চিনের সমস্যা চূ'ড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে। ক্র'মশ আ'ক্রমণাত্ম'ক হয়ে উঠেছে চীন তাই এবার শক্তহাতে তা মো'কাবিলা করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। উভয় তরফের পক্ষ থেকে জানানো হয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে এখনও স্থগিত রাখা হয়েছে। মনে করা হচ্ছে সীমান্তে শান্তি এবং শান্তি রক্ষার প'রিস্থিতি বজায় রাখা জরুরি।

একাধিক বার চীনের সঙ্গে ভারতের এ নিয়ে কথা হলেও কোনও সুরাহা মেলেনি। ইতিমধ্যেই লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে ৫০০০ সেনা মোতায়েন করেছে চিন। প'রিস্থিতির মো'কাবিলার জন্য ভারতের তরফেও এবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গালোয়ান উপত্যকা ঘিরে এই ঘটনায় লাদাখ সীমান্ত লাগোয়া অঞ্চলে বাড়ছে আত'ঙ্ক।

জানা গিয়েছে, ১৯৬৫ সালের পরে ভারতের তরফে চীনকে রুখতে এত সেনা মোতায়েন করা হচ্ছে। কিছুদিন আগেই বহু বিতর্কিত কালাপানিকে নেপালের মানচিত্রে জুড়ে দেওয়া হয়েছে যা ভারতের অংশ হিসেবে পরিচিত। এমন সীমান্ত ক'বজা করতে চীনের ম'দতেই এমন কাজ হচ্ছে বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, স্থলসেনা, নৌবাহিনী ও বায়ুসেনা একসঙ্গে ইনপুট তৈরি করেছে। এই প'রিস্থিতিতে কীভাবে এই প'রিস্থিতির মো'কাবিলা করা হতে পারে সে ব্যাপারে আলোচনা করেছে তিন বাহিনীর অফিসারেরা।

গত কয়েকদিন ধরে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের কাছে লাদাখে চোখে চোখ রেখে দাঁড়িয়ে আছে দুই দেশের সৈন্য। মূলত প্যাংগং তোসো লেক ও গালোয়ান ভ্যালির কাছে এই ঘটনা ঘটছে। বিশেষজ্ঞরা বলছেন, ডোকলামের থেকেও ভ'য়াব'হ সং'ঘাত হতে চলেছে এবারে। ওই অংশে কোনও সীমান্ত সমস্যা নেই চীনের সঙ্গে। তাও ওই অংশে চীনের উপস্থিতি ভাবাচ্ছে ভারতকে।

 সীমান্তে শুধু তাঁবু খাটিয়ে নয়, রীতিমত লাঠি, পাথর এনে অপেশাদার সেনার পরিচয় দিয়েছে চীন। ভারতীয় সেনাবাহিনীর দিকে কার্যত লাঠি নিয়ে এগিয়ে এসেছিল তারা। তবে লাদাখ সীমান্তে এইরকম চাপা উ'ত্তেজনা বহুবছর দেখা যায়নি বলেই জানিয়েছেন লাগোয়া অঞ্চলের সাধারণ মানুষরা। গত ৫ মে সন্ধেয় চীনের ২৫০ সেনা যে ঔদ্ধত্য প্রদর্শন করেছে, তার পর থেকেই প'রিস্থিতি আরও অবনতির দিকে চলে গিয়েছে।

একই রকম ঘটনা ঘটে ৯ মে নর্থ সিকিমে। ৫ তারিখে রীতিমত লোহার রড নিয়ে সংঘা'ত চলে দুই পক্ষের মধ্যে। পাথর ছোঁড়ার ঘটনা ও ঘটে। সেখানকার মানুষরা জানিয়েছেন, চুপি চুপি ছোট ছোট অংশকে নিজেদের ক'বজায় আনার চেষ্টা চালাচ্ছে চীন, সেখানে ভারতের হস্তক্ষেপ চাইছে তাঁরা। চীনকে রু'খতে বদ্ধপরিকর ভারতও। প্রসঙ্গত, একদিকে যখন মহামা'রী গ্রাস করছে গোটা পৃথিবীকে সেই সময় যু'দ্ধের জন্য প্রস্তুত হতে বলেছে চীনের প্রেসিডেন্ট জিনপিং। চীন সীমান্তে প'রিস্থিতি থ'মথ'মে।-কলকাতা২৪×৭

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে