বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০, ০৯:২৯:৩৫

করোনার কারণে চোখে ঠিক মতো দেখতে পারছেন না বরিস জনসন!

করোনার কারণে চোখে ঠিক মতো দেখতে পারছেন না বরিস জনসন!

আন্তর্জাতিক ডেস্ক : করোনা ভাইরাসের (কভিড-১৯) সং'ক্র'মণ থেকে সুস্থ হয়ে ওঠার পর চোখে সম'স্যা অনুভূত হওয়ার কথা জানিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। সোমবার নিজেই বিষয়টি জানিয়েছেন জনসন।

তিনি বলেছেন, ''মনে হচ্ছে কয়েক বছরে এই প্রথম আমাকে চশমা ব্যবহার করতে হবে। আমি মনে করি এটি সম্ভব… করোনা ভাইরাসের সঙ্গে দৃষ্টিশক্তির সম'স্যার যোগসূত্র থাকতে পারে।''

এদিকে বরিস এমন কথা বললেও চিকিৎসকরা এখন পর্যন্ত দৃষ্টিশক্তি নিয়ে কিছু বলেননি। সং'ক্র'মিত হলে চোখে প্রদাহ হতে পারে এমন খবর এসেছে। কিন্তু সুস্থ হওয়ার পর কারো চোখের সম'স্যার কথা এই প্রথম শোনা গেল।

গত ২৭ মার্চ বরিসের শরীরে নভেল করোনা ভাইরাসের সং'ক্র'মণ ধ'রা পড়ে। এর ১০ দিন পর জ্বর, কাশিসহ উপসর্গগুলো না কমায় তাকে সেন্ট্রাল লন্ডনের সেন্ট টমাস হাসপাতালে ভর্তি করানো হয়। সেখান থেকে নিতে হয় আইসিইউতে। কয়েক দিনের লড়াই শেষে প্রাণ নিয়ে বাড়ি ফিরতে সক্ষম হন। সূত্র: মেট্রো ডটকম ডটইউকে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে