বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০, ১১:১১:৪০

লাদাখ সীমান্তে অত্যাধুনিক যু'দ্ধবিমান জড়ো করেছে চীন!

লাদাখ সীমান্তে অত্যাধুনিক যু'দ্ধবিমান জড়ো করেছে চীন!

আন্তর্জাতিক ডেস্ক: যু'দ্ধ উত্তেজনায় লাদাখ সীমান্তে ক্রমেই শক্তি বাড়াচ্ছে চীন ও ভারত। এবার স্যাটেলাইটে ধ'রা পড়া চিত্রে জানা গেছে লাদাখের প্যাংগং লেক থেকে ২০০ কিলোমিটার দূরে বিশ্বের উচ্চতম বিমান ঘাঁটিগুলোর মধ্যে অন্যতম গারি গুনশা ঘাঁটিতে অত্যাধুনিক যু'দ্ধবিমান মোতায়েন করে রেখেছে চীনের ‘পিপলস লিবারেশন আর্মি।

ভারতের গণমাধ্যমগুলোতে শ্যাডোব্র্যাক ইন্টারন্যাশনালের ওপেন সোর্স ইনটেলিজেন্স থেকে কয়েকটি স্যাটেলাইট ছবি প্রকাশ করে দাবি করা হয়, প্যাংগং লেক থেকে ২০০ কিলোমিটার দূরে বিশ্বের উচ্চতম বিমানঘাঁটিগুলোর মধ্যে অন্যতম গারি গুনশায় বেশ কয়েকটি যু'দ্ধবিমান মোতায়েন করেছে চীনা সেনাবাহিনী। লাইন অব কন্ট্রোলের কাছে মোতায়েন বিমানগুলোর মধ্যে অন্যতম হল জে-১১ ও জে-১৬ ফাইটার।

৬ এপ্রিলের স্যাটেলাইটের তোলা ছবিতে দেখা যাচ্ছে, বেসামরিক বিমান ঘাঁটি রূপেও ব্যবহার হওয়া গারি গুনশায় সেই অর্থে সমরসজ্জা নেই। কিন্তু তারপর ২১ মে পাঠানো ছবি সম্পূর্ণ ভিন্ন ইশারা করছে। দেড় মাসের মধ্যেই গারি গুনশায় বিপুল নির্মাণের বিষয়টি বোঝা যাচ্ছে ছবি দেখেই। আগেই ভারত-চীন সংঘা'তের প'রিস্থিতির মধ্যেই যু'দ্ধের প্রস্তুতি রাখতে সেনাকে নির্দেশ দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং।

বিমান মোতায়েন নিয়ে ভারতীয় বিমানবাহিনীর সাবেক পাইলট ও কারগিল যো'দ্ধা সমীর জোশীর বক্তব্য, সমুদ্রপৃষ্ঠ থেকে গারি গুনশায়র উচ্চতা ৪ হাজার ২৭৪ মিটার। এর ফলে চীনা যু'দ্ধবিমানগুলো সীমিত পরিমাণের মিসাইল ও বোমা নিয়ে উড়তে পারবে। এবং খুব বেশি ঘণ্টাখানেক বাতাসে থাকতে পারবে সেগুলো। কিন্তু মাঝ আকাশে জ্বালানি ভরলে ভারতীয় যু'দ্ধবিমানগুলো ৩ থেক ৪ ঘণ্টা আকাশে থাকবে। তবে ভারতীয় সেনাবাহিনীকে সাবধান হতে হবে। সূত্র: সংবাদ প্রতিদিন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে