বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০, ১১:৩৭:৪৫

ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাবে উল্টো জবাব দিলো ভারত

ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাবে উল্টো জবাব দিলো ভারত

আন্তর্জাতিক ডেস্ক : "মধ্যস্থতা করতে তৈরি আছি," ভারত-চীনের মধ্যে নিয়'ন্ত্রণ রেখায় উত্তা'প ঠান্ডা করতে প্রস্তাব দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবশ্য তার আর প্রয়োজন হবে না, জানিয়ে দিল নয়া দিল্লি। শান্তিপূর্ণ সমাধান সূত্র বের করতে ইতিমধ্যেই বেজিংয়ের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়ে দিল ভারত সরকার।

এ দিন বিদেশ মন্ত্রনালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব জানান, "সমগ্র কূটনৈতিক পরি'স্থিতি নিয়ে দিল্লি আর বেজিংয়ে আমাদের কথাবার্তা চলছে।" অর্থাত্ এই মুহূর্তে যে ওয়াশিংটনের এ বিষয়ে না এগোলেও চলবে, সে কথাই স্পষ্ট করে দিল ভারতের বিদেশ মন্ত্রনালয়।

লাদাখ সীমান্তে দুই দেশেই সেনার মধ্যে চড়ছে পারদ। এ যেন হু'মকি, পা'ল্টা হু'মকির বাতাবরণ। এমন পর্যায়ে দুই দেশের বিদেশ মন্ত্রনালয় দ্রুত আলোচনায় না গেলে শান্তি বি'ঘ্নিত হওয়া যে সময়ের অপেক্ষা, তা মনে করছে ওয়াকিবহাল মহল।

তবে, শান্তি যাতে বজায় থাকে, সে বিষয়ে যা যা করণীয়, তা করা হবে বলে এদিন জানিয়ে দেন শ্রীবাস্তব। দুই দেশের মধ্যেই দুটি ভিন্ন স্তরে এ বিষয়ে পর্যালোচনা চলছে বলে জানিয়ে দেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র। 

তিনি বলেন, "ভারত এবং চিন এই পরিস্থিতি নিয়ে প্রতিরক্ষা ও কূটনৈতিক দুটি স্তরেই কথাবার্তা চালাচ্ছে।" শান্তি বজায় রাখতে দুই দেশের তরফেই বেশ কিছু প্রোটকল মানা বিষয়ে এর আগে সই-সাবুদ হয়েছে বলেও মনে করিয়ে দেন তিনি। গোটা বিষয়টা নিয়ে শান্তি বজায় রাখায় আগ্রহী দুই দেশই, জানান শ্রীবাস্তব।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে