শনিবার, ৩০ মে, ২০২০, ১২:৩৪:০৫

ইতালিতে ৩ মাস পর মসজিদে জুম্মার নামাজ অনুষ্ঠিত

 ইতালিতে ৩ মাস পর মসজিদে জুম্মার নামাজ অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক : ধীরে ধীরে ইতালির করোনা প'রিস্থিতির উন্নতি হচ্ছে। প্রায় তিন মাস পর গতকাল (২৯ মে) দেশটিতে মসজিদে জুম্মার নামাজের জামায়েত অনুষ্ঠিত হয়। তবে উত্তরাঞ্চলের তিনটি প্রদেশের সং'ক্রমণের হা'র এখনও উ'দ্বেগজনক। এদিকে শুক্রবার দেশটিতে নতুন করে করোনায় আক্রা'ন্ত হয়েছে ৫১৬ জন। এদিন মা'রা গেছন ৮৭ জন।

ইতালিতে প্রায় ৩ মাস ব'ন্ধ থাকার পর গত ২৫ মে খুলে দেয়া হয় মসজিদ। দীর্ঘদিন পর শুক্রবার জুম্মার জামাতে ছিল মুসল্লিদের উ'পচে'ড়া ভীড়! স্বাস্থবিধি মেন শরীরের তাপমাত্রা পরীক্ষা করে প্র'বেশ করতে দেয়া হয় মসজিদে। ১৪ বছরের নীচে ও ৬৫ বছরের উপরের কাউকে মসজিদে প্রবেশ করতে দেয়া হয়নি!

এদিকে ইতালির উওরাঞ্চলীয় লুম্বারদিয়া, লিগুরিয়া ও পিমন্তে প্রদেশগুলিতে গত কয়েকদিন যাবত করোনা সং'ক্রমণ কিছুটা বৃদ্ধি পেয়েছে। এতে প্রদেশ তিনটিতে আগামী ৩ জুন হতে লকডাউন তুলে দেবার বিষয়ে শ'ঙ্কা দেখা দিয়েছে।

ইতালির স্থানীয় সরকার ও প্রাদেশীক পরিষদ মন্ত্রী ফ্রান্সেসকো বু'ক্কা বলেন, লকডাউন তুলে দিলেও সবকিছু নিয়ন্ত্রণ করা হবে ক'ঠোরভাবে। বড় ধ'রনের গণজামায়েত, ডিস্কো ও নাচের বারগুলো খুলতে সময় নেওয়া হবে আরও বেশ কিছু দিন!

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে