শনিবার, ৩০ মে, ২০২০, ০৩:২২:০০

ভু'য়া পোস্ট বা গু'জব ছড়ানো রো'ধেই নতুন পদক্ষেপ ফেসবুকের

ভু'য়া পোস্ট বা গু'জব ছড়ানো রো'ধেই নতুন পদক্ষেপ ফেসবুকের

আন্তর্জাতিক ডেস্ক : ভাইরাল হওয়ার আশায় এখন আর ভু'য়া খবর বা গু'জব পোস্ট করা যাবে না ফেসবুকে। কারণ কোন অ্যাকাউন্ট থেকে যদি কোনো পোস্ট ভাই'রাল হয়ে যায় তাহলে ওই অ্যাকাউন্ট বা প্রোফাইলটি ফেসবুক ভালো করে যাচাই করবে বলে জানানো হয়েছে।

গত বৃহস্পতিবার ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়, মূলত ভু'য়া পোস্ট বা গু'জব ছড়ানো রো'ধেই এই নতুন পদক্ষেপ করা হয়েছে। এখন থেকে কোন পোস্ট, ছবি বা ভি'ডিও ভাই'রাল হলেই যে আইডি থেকে ওই পোস্ট করা হয়েছে সেটির খবর নেওয়া হবে।

ফেসবুক আরো জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে এখন বেশ কিছু অ্যাকাউন্ট বা প্রোফাইলের আইডি যাচাই করা হচ্ছে। যেসব পেজের কোনো অ্যাডমিন অনুমোদন নেই, সেগুলো থেকে এখন আর কোনো পোস্ট করা যাবে না। যতক্ষণ না আইডিগুলোর 'ভেরিফিকেশন' সম্পন্ন হচ্ছে, ততক্ষণ ওই আইডি, অ্যাকাউন্ট বা প্রোফাইল থেকে কোনো কিছুই পোস্ট করা যাবে না।

ফেসবুকের মাধ্যমে ভু'য়া খবর বা গু'জব ছড়ানো রো'ধে ধাপে ধাপে আরো কড়া পদক্ষেপের কথা ফেসবুক ভাবছে বলে জানা গেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে