শনিবার, ৩০ মে, ২০২০, ০৪:৫৯:০৯

এবার করোনা নিয়ে কঠিন ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প

এবার করোনা নিয়ে কঠিন ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : কঠিন ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সব সম্পর্ক ছি'ন্ন করল আমেরিকা। বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তহবিলে সর্বাধিক অনুদান প্রদানকারী রাষ্ট্র হল আমেরিকা। ডোনাল্ড ট্রাম্প শুক্রবার জানিয়েছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাদ্দ অর্থ অন্য সংস্থাকে দেওয়া হবে।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ''আমেরিকা বছরে বিশ্ব স্বাস্থ্য সংস্থারকে ৪৫০ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দিয়ে থাকে। সেই তুলনায় চীন দেয় মাত্র ৪০ মিলিয়ন মার্কিন ডলার। কিন্তু, প্রথম থেকেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা চীন দ্বারা সম্পূর্ণ নিয়ন্ত্রিত। আমেরিকার উদ্বে'গ সত্ত্বেও চীন নির্ভরতা কাটিয়ে উঠে অতিমা'রী রো'ধে প্রয়োজনীয় সংস্কার করেনি তারা। তাই এই সংস্থার সঙ্গে সব ধরনের সম্পর্ক ছি'ন্ন করা হচ্ছে।''

বিশ্বব্যাপী করোনা সং'ক'ট দেখা প্রক'ট হওয়ার পর থেকেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার বি'রু'দ্ধে তো'প দে'গেছেন ডোনাল্ড ট্রাম্প। গত মাসেই সংস্থার অনুদান বন্ধ করে দেয় আমেরিকা। করোনা অতিমা'রী নিয়ে চীনের দেওয়া দেওয়া 'ভুল তথ্য' বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রচার করছে বলে অভিযোগ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে সত'র্ক করে বলেছিলেন, '৩০ দিন সময় দেওয়া হচ্ছে, এর মধ্যে দৃষ্টান্তমূলক কোনও পদক্ষেপ না করলে সদস্যপদ প্রত্যা'হারের কথা ভাববে আমেরিকা। তবে, আমেরিকার অভিযোগকে ন'স্যাত্‍ করেছে চীন। বেজিং জানিয়েছে, করোনা সং'ক্রা'ন্ত সব তথ্যই 'স্বচ্ছতার' সঙ্গে প্রকাশ করা হয়েছে।

করোনার পাশাপাশি, হংকং ইস্যুতেও এদিন চীনকে বিঁ'ধেছেন মর্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এবার থেকে চীনের মূল ভূখণ্ডের মতোই হংকং সমান মর্যাদা পারে। হংকংয়ের স্বশাসন খ'র্ব করা নিয়েও চীনের বি'রু'দ্ধে সরব হন প্রেসিডেন্ট। ডোনাল্ড ট্রাম্প বলেন, 'এক দেশ, দুই নীতির কথা বলেছিল চীন, কিন্তু, বাস্তবে তা হয়নি। হংকংয়ের স্বশা'সনকে রক্ষার প্রতিশ্রুতি চীন রাখেনি। ফলে হংকংয়ের গৌরব খ'র্ব হচ্ছে। যা সেখানকার মানুষের জন্য খুবই দুঃখজনক।' সূত্র : হিন্দুস্তান টাইমস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে