শনিবার, ৩০ মে, ২০২০, ০৬:০৩:০০

রাশিয়ার তাড়া খেয়ে পালাল মার্কিন যু'দ্ধবিমান

রাশিয়ার তাড়া খেয়ে পালাল মার্কিন যু'দ্ধবিমান

আন্তর্জাতিক ডেস্ক : কৃষ্ণ সাগরের নিরপেক্ষ আকাশসীমা থেকে রাশিয়ার জ'ঙ্গিবিমানের তাড়া খেয়ে পালিয়েছে ২ মার্কিন যু'দ্ধবিমান। রুশ প্রতির'ক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার বিমান দুটি ছিল বি-১বি ল্যা'ন্সার বো'মারু বিমান। খবর ডেইলি মেইলের।

শুক্রবার কৃষ্ণ সাগর এবং বাল্টিক সাগরের উপর দিয়ে দুটি মার্কিন বো'মারু বিমান রাশিয়ার আকাশসীমার দিকে এগিয়ে গেলে বিমান দুটিকে বা'ধা দেয় রাশিয়ায় কয়েকটি এসইউ-২৭ এবং এসইউ-৩০ জ'ঙ্গিবিমান। নিরা'পদ দূরত্বে অবস্থান করে রাশিয়ার জ'ঙ্গিবিমানগুলো মার্কিন বো'মারু বিমানকে তা'ড়িয়ে নিয়ে যায় এবং রাশিয়ার সীমান্ত থেকে দূরবর্তী অবস্থানে না যাওয়া পর্যন্ত মার্কিন বো'মারু বিমান দুটিকে তাড়াতে থাকে। 

আন্তর্জাতিক আইন অনুসারে রাশিয়ার বিমানগুলো মার্কিন বিমানকে তা'ড়া করে। মার্কিন বিমানগুলোকে তাড়িয়ে দেয়ার পর নিরা'পদে রুশ জ'ঙ্গিবিমানগুলো তাদের বিমানঘাঁ'টিতে ফিরে আসে বলে জানানো হয়। বিমানগুলো তাড়া করার সময় মার্কিন বিমানের অবৈ'ধ অনুপ্রবেশের বিষয়টি ভিডিও রেকর্ড করে রাশিয়া।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে