শনিবার, ৩০ মে, ২০২০, ১০:১১:৩৯

করোনা রোগীদের হাসপাতালের শয্যাই বদলে যাচ্ছে কফিনে!

করোনা রোগীদের হাসপাতালের শয্যাই বদলে যাচ্ছে কফিনে!

আন্তর্জাতিক ডেস্ক : সারা বিশ্বে দ্রুত হা'রে বাড়ছে করোনায় মৃ'তের সংখ্যা। আর কম পড়ছে কফিনের সংখ্যা। একই অবস্থা হাসপাতালেও। করোনা আক্রা'ন্ত রোগীতে উপছে পড়ছে হাসপাতালগুলোতে। সেই সম'স্যা মেটাতেই এবার ক'ষ্টদায়ক হলেও অভিনব একটা উপায় তৈরি করেছেন কলোম্বিয়ার বোগোটার এক ব্যবসায়ী। 

রোডোল্ফো গোমেজ নামে ওই ব্যবসায়ীর প্রধানত বাজারজাত দ্রব্য তৈরিই পেশা। কিন্তু পাশের দেশ ইকুয়েডরে কফিনের অপেক্ষায় লাইন দিয়ে থাকা মৃ'তদেহ তাকে এতোটাই বিচলিত করেছিল যে কার্ডবোর্ডের তৈরি এই অভিনব শয্যাকফিন তৈরির পরিক'ল্পনা করে ফেলেন ৪৪ বছরের এই ব্যবসায়ী। 

গোমেজের তৈরি এই নতুন হাসপাতালের শয্যাগুলো বায়োডিগ্রেডেবল, দাম ৯২–১৩২ মার্কিন ডলার। ১৫০ কেজি ওজন ধ'রে রাখতে পারে এই শয্যাগুলো এবং এতে অন্যান্য হাসপাতালের শয্যার মতোই দুধা'রে ধাতব রেলিং এবং শয্যা ওঠানো–নামানো যায়। কেউ মা'রা গেলে এই শয্যাগুলোই কফিনের মতো ঢাকনা ব'ন্ধ করে দেওয়া যায়। 

তার কারখানায় মাসে ৩০০০টি এ ধরনের শয্যাকফিন তৈরি করা সম্ভব বলে জানিয়েছেন গোমেজ। এরই মধ্যে কলোম্বিয়ার সব থেকে ক্ষ'তিগ্র'স্ত শহর লেটিসিয়ার হাসপাতালে এই শয্যাকফিন পাঠানোর কথাও হয়ে গেছে গোমেজের সঙ্গে। তিনি আশাবাদী পেরু, চিলি, ব্রাজিল, মেক্সিকো এমনকি আমেরিকাও তার এই শয্যাকফিন কিনবে। সূত্র : আজকাল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে