শনিবার, ৩০ মে, ২০২০, ১১:০৪:৩০

লুকিয়ে মহিলাদের গোসলের ছবি তোলার অভিযোগে গ্রামজুড়ে তী'ব্র উত্তে'জনা

লুকিয়ে মহিলাদের গোসলের ছবি তোলার অভিযোগে গ্রামজুড়ে তী'ব্র উত্তে'জনা

আন্তর্জাতিক ডেস্ক : গোসল করতে যাওয়া মহিলাদের ছবি লুকিয়ে তুলছেন বালি খাদানের কর্মীরা। এই অভিযোগ ঘিরে তী'ব্র উত্তে'জনা পশ্চিমবঙ্গের বাঁকুড়ার রাইপুর থানার সিমলি গ্রামে। উত্তে'জিত জনতা ভা'ঙচুর চালালেন বালি খাদানের অফিসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশ-জনতা খ'ণ্ডযু'দ্ধ বাঁধে। 

পরে খাতড়ার এসডিপিও বিবেক বর্মার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে মহিলাদের স্নানের দৃশ্য ক্যামেরাবন্দি করার অভিযোগ অস্বী'কার করেছেন বালি খাদানের কর্মীরা। লকডাউন ধীরে ধীরে উঠতে থাকায় কেন্দ্রীয় নির্দে'শিকা সীমিত সংখ্যক কর্মী নিয়ে শুরু হয়েছে বালি খাদানের কাজ।

বাঁকুড়ার রাইপুরের সিমলি গ্রামেও কর্মীরা বালি উত্তোলনের কাজ শুরু করেছেন। তারই মাঝে ঘটল এমন অপ্রীতিকর ঘটনা। শুক্রবার বিকেলে কংসাবতী নদীর সিমলি ঘাটে স্নান করতে নেমেছিলেন কয়েকজন মহিলা। ঘাটের অদূরেই বালি খাদান। অভিযোগ, আচমকাই মহিলারা দেখতে পান, বালি খাদানের কর্মীরা লুকিয়ে মোবাইলে তাদের ছবি তুলছে। ব্যাপারটা বুঝতে পেরেই ক্ষি'প্ত হয়ে ওঠেন তারা।

কংসাবতী নদীতে সিমলি ঘাটের এই সরকারি বালি খাদানটি নিয়ে এলাকাবাসীর ক্ষো'ভ বরাবরের। এরপর স্নান করতে যাওয়া মহিলাদের ছবি তোলার মতো অভিযোগ উঠতেই পরি'স্থিতি একেবারে উত্ত'প্ত হয়ে ওঠে। গ্রামবাসী আর বালি খাদানের কর্মীদের মধ্যে ধুন্ধুমার বেঁধে যায়। খবর পেয়ে পরে পুলিশ ঘটনাস্থলে গেলে উত্তে'জিত জনতা তাদের উপরেও চ'ড়াও হয়। অবস্থা সামাল দিতে পুলিশ লাঠিচা'র্জ করে বলে স্থানীয় বাসিন্দাদের অভিযো'গ। যদিও লাঠিচা'র্জের অভিযোগ অস্বী'কার করেছে পুলিশ।

খাতড়ার এসডিপিও বিবেক বর্মা বলেন, ''বালি খাদানের কর্মীদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের গ'ন্ডগোল হয়েছিল। পুলিশ ঘটনাস্থলে গেলে উত্তে'জিত জনতা পুলিশ কর্মীদের উপরে চ'ড়াও হয়, দু'জন পুলিশ কর্মী জ'খম হয়েছেন। পরে গ্রামবাসীদের সঙ্গে বৈঠক করা হয়েছে, সম'স্যা মিটে গিয়েছে।'' আপাতত সম'স্যা মিটলেও পরবর্তী সময়ে এই বালি খাদানের কাজকর্ম নিয়ে ফের অশান্তির আশ'ঙ্কা করছেন গ্রামবাসীরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে