রবিবার, ৩১ মে, ২০২০, ০৮:৩৭:৩৪

লিবিয়ায় রাশিয়ার যু'দ্ধবিমান মোতায়েন, যুক্তরাজ্যের উদ্বে'গ

লিবিয়ায় রাশিয়ার যু'দ্ধবিমান মোতায়েন, যুক্তরাজ্যের উদ্বে'গ

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি সিরিয়া থেকে রাশিয়ার যু'দ্ধবিমান লিবিয়ায় মোতায়েন করায় শনিবার উদ্বে'গ প্রকাশ করে যুক্তরাজ্য বলেছে, এমন বহির্দেশর হস্তক্ষেপ সংঘাতকে আরও বাড়িয়ে তোলে ও জাতিসংঘের নেতৃত্বাধীন শান্তি প্রক্রিয়াকে ক্ষু'ন্ন করে। এ খবর জানিয়েছে তুর্কি সংবাদ মাধ্যম ইয়েনি শাফাক।

দেশটির পররাষ্ট্র ও কমনওয়েলথ অফিসের দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে সিরিয়া থেকে লিবিয়ায় রাশিয়ান যু'দ্ধবিমান মোতায়েন এবং লিবিয়ার জেনারেল হাফতার বাহিনীকে সমর্থনে রাশিয়া জড়িত এমন প্রমাণ বৃদ্ধি পাওয়ায় আমরা উ'দ্বি'গ্ন।

লিবিয়ার সব দলকে জাতিসংঘের নেতৃত্বে যু'দ্ধবিরতির মাধ্যমে রাজনৈতিক সংলাপের মধ্য দিয়ে আলোচনায় বসতে জরুরি আহ্বান জানানো হয়েছে ওই বিবৃতিতে। এর আগে লিবিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ফাতি বাশাঘা বলেন, গত সপ্তাহে অন্তত ছয়টি মিগ-২৯ ও দুটি সুখোই-২৪ যু'দ্ধবিমান সিরিয়ার খেমিম বিমান ঘাঁ'টি (বর্তমানে রাশিয়া নিয়ন্ত্রিত) থেকে পূর্ব লিবিয়ায় খলিফা হাফতারের নিয়'ন্ত্রিত এলাকায় অবতরণ করেছে।

তবে শুরু থেকে এমন অভিযো'গ অস্বী'কার করে আসছে রাশিয়া। মস্কোর প্রতিরক্ষা কমিটির কর্মকর্তা আন্দ্রে ক্রাসভ বলেন, বাশাঘার তথ্য সত্য হিসেবে প্রতিফলিত হয়নি। তিনি বলেন, এটি জাস্ট আরেকটি আমেরিকান গু'জব। এটি আগের আমেরিকান প্রশাসনের মতোই মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়ার উদাহরণ বলে যোগ করেন ক্রাসব।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে