সোমবার, ০১ জুন, ২০২০, ০৬:২০:৩৭

লাদাখ সীমান্তে যু'দ্ধসামগ্রী মজুত করছে চীন-ভারত

লাদাখ সীমান্তে যু'দ্ধসামগ্রী মজুত করছে চীন-ভারত

আন্তর্জাতিক ডেস্ক : গত ২৫ দিন ধ'রে লাদাখ সীমান্তে মুখো'মুখি ভারত-চীন সেনাবাহিনী। এমন পরি'স্থিতিতে পূর্ব লাদাখের দুই প্রান্তে ভারী যু'দ্ধসামগ্রী, অস্ত্র, আর্টিলারি গান এবং কমব্যাট ভেহিকল মজুত রাখার কাজ শুরু করেছে দুই দেশ। সোমবার ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

চীন ও ভারতের মধ্যে সামরিক এবং কূটনৈতিক স্তরে আলোচনা করে চলমান সম'স্যার সমাধানের চেষ্টা চললেও সীমান্তে ক্ষমতা বাড়ানোর বিষয়টি এখনও অ'স্প'ষ্ট। প্রতিবেদনে বলা হয়, চীনের সেনাবাহিনী পূর্ব লাদাখের লাইন অব অ্যাকচুয়াল কনট্রোল বরাবর ধী'রে ধী'রে বাড়াচ্ছে তাদের অ'স্ত্র ভান্ডার। পিছিয়ে নেই ভারতীয় সেনাবাহিনী।

ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, সব সম'স্যার মীমাংসা না হওয়া পর্যন্ত লাদাখ সীমান্ত থেকে তারা একচুলও নড়বেন না। জানা গেছে, প্যাংগং সো এবং গালওয়ান উপত্যকায় বাড়ানো হয়েছে ভারতীয় সেনাবাহিনী। ইতিমধ্যে ওই অঞ্চলে দুই থেকে আড়াই হাজার সেনা মোতায়েন করেছে চীন। একই সঙ্গে বাড়ছে তাদের অস্থায়ী সেনা ছাউনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে