মঙ্গলবার, ০২ জুন, ২০২০, ১২:৩২:৩৭

হাম'লার জন্য প্রস্তুত রাখা হচ্ছে চীনের যু'দ্ধবিমান! উদ্বিগ্ন হয়ে পড়েছে ভারত

হাম'লার জন্য প্রস্তুত রাখা হচ্ছে চীনের যু'দ্ধবিমান! উদ্বিগ্ন হয়ে পড়েছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক:  গত ২৫ দিন ধ'রে লাদাখ সীমান্তে মু'খোমু'খি ভারত-চীন সেনাবাহিনী। এমন প'রিস্থিতিতে পশ্চিম লাদাখ সীমান্তের কাছে চীনের যু'দ্ধবিমান ঘো'রাফেরা করতে দেখা গেছে। এতে উ'দ্বিগ্ন হয়ে পড়েছে ভারত। পাশাপাশি সতর্ক দৃষ্টি রাখছে চীনের এসব কর্মকান্ডে।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, পশ্চিম লাদাখের কাছাকাছি চীনের বিমান বাহিনীর এয়ার বেসে হা'মলার জন্য প্রস্তুত রাখা হয়েছে ১০ থেকে ১২টি যু'দ্ধবিমান। হোটান ও গারগুনসা নামে দুটি এয়ার বেসে তৈরি রাখা হয়েছে ফাইটার জেটগুলো।

একটি সূত্র জানিয়েছে, সেখানে জে-৭ ও জে-১১ ফাইটার এয়ারক্রাফট রয়েছে যেগুলো ভারতীয় সীমান্তের ৩০ কিলোমিটার দূর পর্যন্ত পৌঁছে যাচ্ছে। যদিও এই দূরত্বকে খুব বিপজ্জ'নক বলে মনে করা হচ্ছে না, তবুও ভারতীয় সেনাবাহিনী সতর্ক দৃষ্টি রাখছে। যেকোনো মুহূ'র্তে সীমান্তের একেবারে ঘাড়ের কাছে চলে আসতে পারে চীনের ওইসব যু'দ্ধবিমান।

মে মাসের শুরুতেই পশ্চিম লাদাখের কাছে যু'দ্ধবিমান পাঠিয়েছিল ভারত। সেই সময় ভারতের যু'দ্ধবিমান ও চীনের হেলিকপ্টার আকাশে একেবারে কাছাকাছি চলে এসেছিল। লাদাখের কাছে হোটান নামে ওই এয়ারবেসে চীনের সঙ্গে যৌথ মহ'ড়া চালায় পাকিস্তান। তাই ওই এয়ারবেসের ওপর প্রায় এক বছর ধরে ভারতীয় বিমান সেনাদের বিশেষ নজর রয়েছে।

উল্লেখ্য, ভারত ও চীনের প্রায় ৩৫০০ কিলোমিটার সীমান্তে উ'ত্তেজনা বিরাজ করছে। সম্প্রতি লাদাখ ও উত্তর সিকিমের বিভিন্ন এলাকায় দুই দেশই সেনা ও যু'দ্ধা'স্ত্র মোতায়েন বাড়িয়েছে। ভারতের সংবাদমাধ্যমগুলো প্রতিবেদনে জানিয়েছে, উপগ্রহের পাঠানো ছবিতে দেখা গেছে, লাদাখ সীমান্তে ব্যাপক সেনা তৎপরতা বাড়িয়েছে চীন। ছবিতে দেখা গেছে প্যানগং লেক থেকে ২০০ কিলোমিটার দূরে চিনা বিমান ঘাঁ'টিতে অস্থায়ী পরিকাঠামো নির্মাণ চলছে। এছাড়া সীমান্ত এলাকায় কয়েক হাজার সেনা বাড়িয়েছে দেশটি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে