মঙ্গলবার, ০২ জুন, ২০২০, ০৪:৩০:২০

আম্ফানের পরে ধেয়ে আসছে '‌নিসর্গ'‌, ট্যুইট করে মোদি বললেন, সবাই নিরাপদে থাকুন

আম্ফানের পরে ধেয়ে আসছে '‌নিসর্গ'‌, ট্যুইট করে মোদি বললেন, সবাই নিরাপদে থাকুন

আন্তর্জাতিক ডেস্ক : আম্ফানের পরে নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে '‌নিসর্গ'‌। আর তাই নিয়েই ট্যুইট করেছেন মোদি। ভারতের পশ্চিম উপকূলে ৩ জুন আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়। আর সেই নিয়ে ট্যুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বললেন, ''‌ভারতের পশ্চিম উপকূলে নতুন করে ঘূর্ণিঝড়ের উত্‍পত্তির পর সেটি মো'কাবিলা করতে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, সে বিষয়ে খোঁ'জখবর নিয়েছি। সবাই যাতে ভাল থাকে, সেই কামনা করি। আমি সাধারণ মানুষকে অনুরোধ করব, আপনারা সঠিক সময়ে, নিরা'পত্তা জনিত সমস্ত ব্যবস্থা সেরে রাখুন।''‌

করোনা বিধ্ব'স্ত মহারাষ্ট্র আর গুজরাতে নতুন করে যে এই ঘূর্ণিঝড়ের দা'পটে ঝামেলা তৈরি হতে চলেছে, সেটা বলাই বাহুল্য। আইএমডির দেওয়া শেষ সত'র্কবার্তায় দেখা যাচ্ছে, এই ঝড়ের আনুমানিক গতিবেগ হতে পারে ঘণ্টায় ১২৫ কিলোমিটারের কাছাকাছি। আর এর ল্যান্ডফলের সময় ৩ জুন সকাল সাতটা থেকে ১২টার মধ্যে। এটি একদিকে রায়গড় মহারাষ্ট্রের হরিহরেশ্বর অন্যদিকে দ'মনের মধ্যবর্তী কোনও একটি এলাকায় আছড়ে পড়তে পারে। সেই সময় এর সর্বোচ্চ গতি থাকতে পারে ঘণ্টায় ১২৫ কিমি। যাকে আইএমডি অতি শক্তিশালী ঘূর্ণিঝড় বলেছে।

এই ঝড়ের কারণে ইতিমধ্যে পশ্চিম উপকূলের প্রায় সমস্ত অংশের বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। একদিকে কেরালা বর্ষা ঢুকে যাওয়ায় সেখানে বর্ষার বৃষ্টি অন্যদিকে কর্ণাটক, মুম্বাই ও গুজরাতে নিম্নচাপের কারণে ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়েছে। হাওয়া অফিসের পক্ষ থেকে মত্‍সজীবীদের সমুদ্রে যেতে ইতিমধ্যে নিষে'ধ করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে