মঙ্গলবার, ০২ জুন, ২০২০, ০৭:৫৪:৪২

ভারতে করোনাকে ‘দেবী মা’ মেনে দলবেঁধে পূজা!

ভারতে করোনাকে ‘দেবী মা’ মেনে দলবেঁধে পূজা!

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাস মহামা'রির ভ'য়াল থাবা থেকে নিজেকে ও সমাজকে সুরক্ষায় যেখানে স্বাস্থ্যবিধি মানা ও দূরত্ব বজায়ের কথা বলা হচ্ছে, সেখানে এটাকে ‘অভিশা'প’ সাব্যস্ত করে ভারতের মন্দিরে নরব'লির ঘটনা ঘটেছে। ঘটেছে আরও নানা কী'র্তন-য'জ্ঞের ঘটনা। এবার করোনাকে ‘দেবী মা’ মেনে দলবেঁধে পূজা হয়েছে দেশটিতে। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের পাশেই ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের শিলিগুড়ি ও রায়গঞ্জে।

স্থানীয় সংবাদমাধ্যম বলছে, সনাতন ধর্মের পূজা-কীর্তনকারীরা সকাল থেকে উপোস করে বেলা গড়াতেই চলে যান শ্মশা'ন এলাকায়। এরপর সেই শ্ম'শান চত্বরেই মাটি খুঁ'ড়ে তার সামনে বসে লাড্ডু, লবঙ্গ এবং জবাফুল নিয়ে শুরু করেন পূজা। সামাজিক দূরত্বের নির্দেশনাকে তোয়াক্কা না করে সারি বেঁ'ধে যেমন পূজা হয়েছে, তেমনি এই পূজা দেখতে ভিড়ও জমিয়েছে বহু মানুষ। প্রায় সমান চিত্রই ধরা পড়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ও শিলিগুড়ির রাজেন্দ্রনগরে।

পূজার আয়োজকদের দাবি, করোনাভাইরাসের এই ক'ঠিন সময়ে পৃথিবীকে ম'হামারির হাত থেকে রক্ষা করতেই পূজার আয়োজন।

কোথা থেকে এই করোনা পূজার চিন্তা মাথায় এলো, জানতে চাইলে তারা সংবাদমাধ্যমকে বলেন, পশ্চিম ভারতের রাজ্যগুলোতেও করোনা পূজা চলছে। সোশ্যাল মিডিয়ার বদৌলতে তা দেখেই এই উপাচার শিখেছেন তারা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে