মঙ্গলবার, ০২ জুন, ২০২০, ০৯:০৪:৩০

পাকিস্তানের ম'দতে তালিবানের প্রধান হলেন মোল্লা ওমরের ছেলে

পাকিস্তানের ম'দতে তালিবানের প্রধান হলেন মোল্লা ওমরের ছেলে

আন্তর্জাতিক ডেস্ক : কথায় আছে, ''বাপ কা বেটা, সিপাহী কা ঘোড়া। কুছ নেহি তো থোড়া থোড়া।'' তবে তালি'বানের প্রতিষ্ঠাতা কু'খ্যা'ত মোল্লা মোহাম্মদ ওমর বা মোল্লা ওমরের ছেলে মোল্লা ইয়াকুব সেই অর্থে 'বাপ কা বেটা' কোনও কালেই ছিল না। বাবার মৃ'ত্যুর পর 'তালিব'দের উপর খব'রদা'রি করার ইচ্ছা থাকলেও সং'গঠনের শীর্ষে পৌঁ'ছাতে পারেনি সে। কিন্তু এবার পাকিস্তানি গু'প্তচ'র সংস্থা আইএসআইয়ের দৌলতে তালিবানের রা'শ হাতে পেয়েছে ইয়াকুব।

আফগানিস্তানের গোয়ে'ন্দা সংস্থা ''ন্যাশনাল ডিরে'ক্টরেট অফ সি'কিউ'রিটি''র প্রাক্তন প্রধান রহমতোল্লা নবিল টুইট করে দাবি করেছেন, তালি'বানের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছে মোল্লা ইয়াকুব। তালি'বানের শীর্ষ নীতি নির্ধারক সমিতি বা 'সুরা'র বেশ কয়েকজন শীর্ষ ও প্রবীণ সদস্য করোনা ভাইরাসে আ'ক্রা'ন্ত। কাতারের রাজধানী দোহায় তালিবানের রাজনৈতিক দপ্ত'রেও থা'বা ব'সিয়েছে করোনা। সেখান থেকে বেশ কয়েকজন শীর্ষ নেতাকে পাকিস্তান ফে'রত পাঠানো হবে। 

এছাড়াও, দলের শীর্ষ পদের দা'বি নিয়ে সংগঠনটির মধ্যে দেখা দিয়েছে গো'ষ্ঠী সং'ঘ'র্ষ। এহেন পরি'স্থি'তিতে পাকিস্তানের গো'য়ে'ন্দা সং'স্থার ম'দতে তালিবানের রাশ এসেছে ইয়াকুবের হাতে। বিশ্লে'ষকদের মতে, তালিবানের শী'র্ষস্ত'রে এই পরিবর্তন অত্য'ন্ত টা'লমা'টা'ল সময়ে হয়েছে। একদিকে, আফগান ভূমি থেকে ফৌ'জ স'রা'চ্ছে আমেরিকা, ওপরদিকে কাবুলের আন্তর্জাতিক স্বীকৃ'তিপ্রাপ্ত ঘানি সরকারের সঙ্গে আলোচনায় বসতে চলেছে তালি'বান।

এহেন সময়ে উ'গ্রপ'ন্থী সংগঠনটির শীর্ষস্ত'রে ব'দল ঘ'টা মানে এতদিনের সমস্ত সমী'করণ পা'লটে যাওয়া। এদিকে, রহমতোল্লা নবিলের মত, ''বালোচিস্তানের রাজধানী কোয়েটায় অবস্থিত 'সুরা'য় প্রবীণ আফগান তালিবান নেতাদের প্র'ভাব কমাতে চাইছে পাকিস্তান। এর জন্য পো'ষ্যপুত্র ইয়াকুবকে দলের প্রধান হিসেবে ব'সিয়েছে তারা। তিনি আরও জানান তালিবানে হাক্কানি নে'টও'য়ার্কের প্রভা'ব বা'ড়িয়ে তু'লতে চায় পাক গোয়ে'ন্দা সং'স্থাটি।

উল্লেখ্য, ২০১৩ সালে মোল্লা ওমরের মৃ'ত্যুর পর থেকেই তালিবানের রাশ নিজের হাতে নেওয়ার চেষ্টা করছিল ইয়াকুব। কিন্তু ২০১৫ সালে তালিবানের শীর্ষ পদে বসে মোল্লা আখতার মানসউর। তারপর ২০১৬ সালে ইয়াকুবকে আফগানিস্তানের ১৫টি প্রদেশে তালিবানের মি'লিটা'রি কমিশনের প্রধান হিসেবে নিযু'ক্ত করা হয়। এদিকে, ওই বছরই পাকিস্তানে মার্কিন ড্রো'ন হা'ম'লায় মৃ'ত্যু হয় মানসউরের। তারপর তার জায়গায় বসে হিবাতুল্লাহ আখুনদজাদা। কিন্তু বর্তমানে সেও করোনায় আ'ক্রা'ন্ত তাই তালিবানের নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছে ইয়াকুব বলে খবর। সূত্র : সংবাদ প্রতিদিন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে