বুধবার, ০৩ জুন, ২০২০, ০১:৩৪:৩৯

আজ উপকূলে আঘা'ত হা'নবে ‘নিসর্গ’, রেড অ্যালার্ট জা'রি

আজ উপকূলে আঘা'ত হা'নবে ‘নিসর্গ’, রেড অ্যালার্ট জা'রি

আন্তর্জাতিক ডেস্ক: প্রায় ১৪০ বছর পর ঘুর্ণিঝড়ের তা'ণ্ডবে পড়তে যাচ্ছে ভারতের রাজধানী মুম্বাই। এই শহরে সর্বশেষ ঘুর্ণিঝড়ের তাণ্ডব দেখা যায় ১৮৮২ সালে। সম্প্রতি দেশটিতে তা'ণ্ডব চালায় সুপার সাইক্লোন আম্পান। সেই তাণ্ড'বের আঘা'ত শুকানোর আগেই দেখা দিচ্ছে ঘূর্ণিঝড় ‘নিসর্গ’।

ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকায় এক প্রতিবেদনে বলা হয়, বুধবার সন্ধ্যায় দেশটির বাণিজ্যনগরীর উপকূলে ‘নিসর্গ’ আছড়ে পড়লে তা বিরল ঘটনা হিসেবে ঠাঁই পাবে ইতিহাসের পাতায়। প্রায় ১৪০ বছরে মুম্বাইয়ে কোনও ঘূর্ণিঝড় হয়নি।

বিশেষজ্ঞরা বলছেন, মুম্বাইয়ে ঘুর্ণিঝড় না হওয়ার মূলে একাধিক ভৌগোলিক কারণ। এমনিতেই আরব সাগরে ঘূর্ণিঝড় তৈরি হয়, আবার তৈরি হলেও ভৌগোলিক অবস্থান ও পারিপার্শ্বিক কারণে তা মুম্বইয়ে আছড়ে পড়ার সম্ভাবনা প্রায় থাকেই না।

আনন্দবাজার পত্রিকা বলছে, আরব সাগরের উপকূল বরাবর গড়ে ওঠা মুম্বই শেষ ঘূর্ণিঝড় দেখেছিল ১৮৮২ সালে। এখনকার মতো সেই সময় ঘূর্ণিঝড়ের আলাদা করে নামকরণ করা হত না। মূলত যেখানে উপকূলে আছড়ে পড়ত, সেই জায়গার নামানুসারেই নাম হত। তাই সেই ঘূর্ণিঝড়ের নাম ছিল ‘বম্বে সাইক্লোন’। বম্বে সাইক্লোনে মৃ'ত্যু হয়েছিল প্রায় এক লক্ষ মানুষের।

এদিকে হাসপাতালগুলোতে বিকল্প বিদ্যুতের বিকল্প ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া মুম্বাই, ঠাণে, পালঘর, রাইগড়ে রেড অ্যালার্ট জা'রি করা হয়েছে। জলোচ্ছ্বাসের সতর্কতা রয়েছে সিন্ধুদুর্গ, রত্নগিরি, পালঘর, ঠাণে, মুম্বাই ও নাসিকে। এছাড়া গুজরাটেও জারি হয়েছে সতর্কতা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে