বুধবার, ০৩ জুন, ২০২০, ০৪:৫৭:১১

ভারতে নিসর্গের তা'ণ্ডব শুরু, ঘূর্ণিঝড়ের ধা'ক্কায় বেসামাল মু্ম্বাইও

ভারতে নিসর্গের তা'ণ্ডব শুরু, ঘূর্ণিঝড়ের ধা'ক্কায় বেসামাল মু্ম্বাইও

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিম উপকূলে আছড়ে পড়ল সুপার সাইক্লোন নিসর্গ। আবহাওয়া অফিসের পূর্বাভাস মতোই মু্ম্বাইয়ের কাছে রায়গড় জেলার আলিবাগের রত্নগিরিতে ল্যান্ডফল হয়েছে। চলছে তা'ণ্ডব। ঝড়ের সঙ্গে পাল্লায় দিয়ে চলছে বৃষ্টি। ঘূর্ণিঝড়ে ধা'ক্কায় সমুদ্রও উত্তাল। সবমিলিয়ে আত'ঙ্কের প্রহর কা'টাচ্ছে মু্ম্বাইবাসী। আগামী তিনঘণ্টা এই তা'ণ্ডব চলবে বলে খবর। 

তবে সময়ের সঙ্গে সঙ্গে এ গতি অনেকটাই কমবে। বি'প'র্যয় সামাল দিতে সামাল দিতে তৈরি প্রশাসনও। ঘড়ির কাঁটা তখন একটার ঘর পেরিয়েছে, পূর্বাভাস মতোই ১২০ কিলোমিটার বেগে মুম্বাইয়ের কাছে আছড়ে পড়ে সুপার সাইক্লোন। আবহাওয়া অফিস বলছে, ঘূর্ণিঝড়ের চোখ ইতিমধ্যে স্থলভাগে ঢুকে পড়েছে। চলছে তা'ণ্ডব। আগামী তিনঘণ্টা বাণিজ্যনগরী ও সংলগ্ন এলাকায় তা'ণ্ডব চালাবে বলে খবর। চলবে প্র'বল বৃষ্টিও। বৃষ্টি হচ্ছে মহারাষ্ট্রের রত্নগিরি, পানাজি, গুজরাটের উপকূলেও।

তারপর ধীরে ধীরে মহারাষ্ট্র ছেড়ে গুজরাটের উদ্দেশে বেরিয়ে যাবে। তবে আশ'ঙ্কার চেয়ে খানিকটা কম প্রভাব ফেলবে গুজরাট উপকূলে বলেই ধা'রনা আবহাওয়াবিদদের। কারণ সময়ের সঙ্গে সঙ্গে শ'ক্তিক্ষ'য় হবে এই ঝড়ের। ইতিমধ্যে আলিবাগ এলাকায় ব্যা'পক ক্ষ'য়ক্ষ'তির খবর সামনে এসেছে। বহু কাঁচা বাড়ির চাল উড়ে গিয়েছে। ভেঙে পড়েছে গাছ। বহু গাড়ির উপর গাছ ভেঙে পড়ে ব্যা'পক ক্ষ'তি হয়েছে। 

হাইরাইজগুলির কাঁচের জানলা ভে'ঙে চৌচির হয়েছে। উ'ত্তা'ল হয়েছে সমুদ্রও। বেড়েছে ঢেউয়ের উচ্চতা। কয়েক ফুচ উঁচু ঢেউ এসে সমুদ্র উপকূলে আছড়ে পড়ছে। সবচেয়ে খা'রাপ অবস্থা জাহাজগুলির। ঢেউয়ের ধাক্কায় কার্যত বেসামাল হয়ে পড়ছে জাহাজগুলি। প্রশাসনিক সূত্রে খবর, মহারাষ্ট্রের আসন্ন বি'প'র্যয় মো'কা'বিলায় জাতীয় বি'প'র্যয় মোকাবিলা বাহিনীর ২০টি দল মোতায়েন করা হয়েছে। এর মধ্যে মুম্বাইয়ে আটটি দল রয়েছে। সমুদ্র উপকূল বরাবর অতন্দ্র পাহারায় রয়েছেন তারা। সূত্র : সংবাদ প্রতিদিন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে