বুধবার, ০৩ জুন, ২০২০, ০৬:৪৫:৪২

এরপরও মার্কিন নেতারা বড় গলায় মানবাধিকারের বুলি আওড়ায় : খামেনি

এরপরও মার্কিন নেতারা বড় গলায় মানবাধিকারের বুলি আওড়ায় : খামেনি

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকাজুড়ে গত কয়েকদিন ধ'রে চলমান গণবিক্ষো'ভের প্রতি ই'ঙ্গিত করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনি বলেছেন, ''একজন শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তার হাতে আফ্রিকান বংশোদ্ভূত একজন মার্কিন যুবকের 'ঠাণ্ডা মাথায়' হ'ত্যাকা'ণ্ড থেকে আমেরিকার প্রকৃত চরিত্রের প্রমাণ পাওয়া যায়।

বুধবার ইমাম খামেনির ৩১তম মৃত্যুবার্ষিকীতে টেলিভিশনে জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে সর্বোচ্চ নেতা এ মন্তব্য করেন। মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে মার্কিন আ'গ্রা'সী কার্যকলাপে আমেরিকার এই কুখ্যাত পাশবিক চরিত্র ফুটে উঠেছে। একজন পুলিশ কর্মকর্তা একজন কৃষ্ণাঙ্গ যুবকের গলার উপর হাঁটু দিয়ে চেপে ধ'রে অত্যন্ত ঠাণ্ডা মাথায় তার প্রা'ণহা'নির যে ঘটনা ঘটিয়েছে সেটা আমেরিকার তিক্ত বাস্তবতা। ক্যামেরার সামনে এটি ঘটনা ঘটেছে বলে বিষয়টা জানাজানি হয়েছে।

ইরানের সর্বোচ্চ নেতা বলেন, এরপরও মার্কিন নেতারা বড় গলায় মানবাধিকারের বুলি আওড়ায়। যে কালো মানুষটিকে এত জঘ'ন্যভাবে হ'ত্যা করা হলো, মনে হয় যেন, সে মানুষ ছিল না এবং তার কোনো মানবাধিকারও ছিল না। দা'ম্ভিক মার্কিন নেতারা একবার ক্ষ'মা প্রার্থনারও প্রয়োজন মনে করেনি। উ'ল্টো তারা জনগণের শান্তিপূর্ণ বিক্ষো'ভ দ'মনের হু'মকি দিচ্ছে।

ইমাম খোমেনীর মৃ'ত্যুবার্ষিকীতে সর্বোচ্চ নেতার ভাষণ বিশ্বব্যাপী বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্যে সরাসরি সম্প্রচারিত হয়। ভাষণে তিনি দেশে পরিবর্তন আনার লক্ষ্যে ইমাম খামেনির গৃহিত বিভিন্ন কর্মসূচির প্রতি ইঙ্গিত করে তাকে 'প্রকৃত নেতা' বলে অভিহিত করেন। সূত্র : স্ট্রিট টাইমস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে