বুধবার, ০৩ জুন, ২০২০, ০৮:১২:৫৮

লকডাউনের মধ্যে প্রব'ল বিস্ফো'রণে কেঁপে উঠলো ভারত

লকডাউনের মধ্যে প্রব'ল বিস্ফো'রণে কেঁপে উঠলো ভারত

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে লকডাউনের মধ্যে রাসায়নিক কারখানায় ভ'য়াব'হ আ'গুন। ৫ জনের মৃত্যু ও আহ'ত অন্তত ৪০ জন কর্মী। গুজরাতের দাহেজের একটি কারখানায় এই বিস্ফো'রণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১০টি ইঞ্জিন। কারখানার আশেপাশে লোকজনকে নিরা'পদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে ওই কারখানা থেকে কালো ধোঁয়ায় ভরে যাচ্ছে চারপাশ। একটি অ্যাগ্রো-কেমিক্যাল ফ্যাক্টরিতে বয়লার ফেটে এই বি'স্ফো'রণ হয়েছে বলে জানা গিয়েছে। বয়লার ফা'টার সঙ্গে সঙ্গেই দ্রুত আ'গুন ছড়িয়ে পড়ে কারখানায়। বি'স্ফো'রণের বিক'ট শব্দে কেঁ'পে ওঠে চারপাশের এলাকা। স্থানীয়দের কথায় মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা অঞ্চল।

এই বি'স্ফো'রণে আহ'তের সংখ্যা বাড়তে পারে বলেও আশ'ঙ্কা করা হচ্ছে। জেলা প্রশাসক জানিয়েছেন, আহ'ত কর্মীদের ভারুচের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই চিকিত্‍সাধীন রয়েছেন তারা। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এই বি'স্ফো'রণের ছবি-ভিডিও। জানা গিয়েছে এই কেমিক্যাল প্ল্যাট দেশের অন্যতম বিখ্যাত সংগঠন যশস্বী রসায়ন প্রাইভেট লিমিটেডের। এই সংস্থা দেশের শিল্পে ব্যবহৃত হয় এমন ১৫ ধরনের রাসায়নিক বানায়। সূত্র : টাইমস নাও

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে