বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২০, ০৪:২৭:৪৭

বাংকারে লুকানোর বিষয়ে যা বললেন ডোনাল্ড ট্রাম্প

বাংকারে লুকানোর বিষয়ে যা বললেন ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হ'ত্যাকাণ্ডের প্রতি'বাদে যুক্তরাষ্ট্রে চলমান বিক্ষো'ভে ভ'য় পেয়ে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংকারে লু'কিয়ে ছিলেন বলে দুদিন আগে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। তবে এ ধরণের সংবাদের সত্যতা অস্বী'কার করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

ফক্স নিউজ রেডিওকে ট্রাম্প বলেন, তিনি সেদিন খুবই অল্প সময়ের জন্য বাংকার পরিদর্শনে গিয়েছিলেন। তিনি বাংকারে লুকাননি। ট্রাম্পের দাবি, এটি মিথ্যা সংবাদ। তিনি সেখানে একেবারে অল্প সময় ছিলেন। পরিদর্শনের জন্য এটি যথেষ্ট সময়। কখনও কখনও তার বাংকার পরিদর্শনের প্রয়োজন পড়ে।

নিউইয়র্ক টাইমসে প্রকাশিত এক সংবাদে একজনের উদ্ধৃতি দিয়ে বলা হয়, শুক্রবার রাতে নিরা'পত্তারক্ষীসহ ট্রাম্পকে বাংকারে নিয়ে যাওয়া হয়েছিল। এরপর সোমবার ট্রাম্পের সেইন্ট জন চার্চে যাওয়ার জন্য বাইরে শান্তিপূর্ণভাবে অবস্থানরত আন্দো'লনকারীদের সরিয়ে দেয়া নিয়েও তিনি সমালো'চিত হন।

তবে ট্রাম্প পুলিশকে আন্দো'লনকারীদের ছত্রভ'ঙ্গ করার নির্দে'শ দেয়ার কথা অস্বী'কার করে বলেন, ''আমি বলিনি যে ওদের সরিয়ে দাও। আমি জানিও না ওখানে কারা ছিল। বেশিরভাগ ধর্মীয় নেতা আমার চার্চে যাওয়া পছন্দ করেছেন।''

২৫ মে যুক্তরাষ্ট্র পুলিশের হাতে জর্জ ফ্লয়েড নামে কৃষ্ণাঙ্গ যুবক হ'ত্যাকা'ণ্ডের শিকা'র হন। এর প্রতিবা'দে দেশটিতে বিক্ষো'ভ চলছে। আন্দো'লন থামাতে ১৮০৭ ধা'রা জা'রি করে সেনা মোতায়েনের হু'মকি দিয়েছেন ট্রাম্প।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে