বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২০, ০৬:২৬:৩৫

লকডাউনে সৌদি পুরুষদের একাধিক বিয়ের প্রবণতা স্ত্রীদের কাছে ফাঁস

লকডাউনে সৌদি পুরুষদের একাধিক বিয়ের প্রবণতা স্ত্রীদের কাছে ফাঁস

আন্তর্জাতিক ডেস্ক : করোনা পরি'স্থিতিতে সৌদি আরবে অস্বাভাবিকভাবে বিয়ে বিচ্ছে'দ বেড়ে গেছে। দেশটির দৈনিক পত্রিকা ওকাজের এক প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে। বুধবার দ্য নিউ আরব জানায়, ঐতিহ্যগতভাবে একাধিক বিয়ে করার প্রব'ণতা সৌদি পুরুষদের। 

তবে সোশ্যাল মিডিয়ার যুগে পুরুষদের এই ধা'রণা প্রত্যা'খ্যান করছেন নারীরা, সেইসঙ্গে সৌদি সমাজে পরিবর্তন আনছেন। করোনা রো'ধে আরো'প করা লকডাউনে ঘরব'ন্দী হয়ে পড়ে মানুষ। এতে অনেক নারীর কাছে প্রকাশ হয়ে পড়ে যে, তাদের স্বামীরা গো'পনে দ্বিতীয় বিয়ে করেছে। যা বিয়ে বিচ্ছে'দকে ত'রা'ন্বিত করেছে।

ভ্রমণ নিষে'ধা'জ্ঞা, কারফিউসহ নানা বি'ধিনিষে'ধের সময় শুধু ফেব্রুয়ারিতেই সৌদি আরবে বিয়ে বিচ্ছে'দ ঘটেছে ৭ হাজার ৪৮২টি। অন্য সময়ের তুলনায় দেশটিতে বিয়ে বিচ্ছে'দের ঘটনা বেড়েছে ৩০ শতাংশ। যার অধিকাংশই ঘটেছে রাজধানী রিয়াদ ও মক্কা শহরে।

এদিকে আরব আমিরাতেও বিয়ে বিচ্ছে'দের ঘটনা বাড়ার খবর পাওয়া যাচ্ছে। এর মধ্যে দুবাই কর্তৃপক্ষ এপ্রিলে ঘোষণা দেয় যে, বিয়ে বিচ্ছে'দ সম্পর্কিত সব ধ'রনের কার্যক্রম ব'ন্ধ থাকবে। তবে অনলাইনের মাধ্যমে বিয়ে অনুষ্ঠিত করা যাবে। দুই আরব দেশই লকডাউন তুলে সীমিত আকারে অর্থনৈতিক কর্মকাণ্ড চালু করেছে। এর মধ্যে সব ধ'রনের মসজিদ খুলে দিয়েছে সৌদি আরব। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে