বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২০, ০৯:০৩:৩৯

যুক্তরাষ্ট্রে ১০ দিনে গ্রেফতার ১০ হাজার আন্দোলনকারী

যুক্তরাষ্ট্রে ১০ দিনে গ্রেফতার ১০ হাজার আন্দোলনকারী

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে পুলিশি নি'র্যা'তনে আফ্রিকান-আমেরিকান নাগরিক জর্জ ফ্লয়েডের নিহ'তের ঘটনায় বিক্ষো'ভের ১০ দিন চলছে। কারফিউ ভে'ঙ্গে হাজার হাজার বিক্ষো'ভকারী রাস্তায় নেমে আসেন। ভাং'চুর, লু'টপা'ট, অ'গ্নিসং'যোগ ও পু্লিশি অ্যা'কশনের মধ্যেও বিক্ষো'ভ চালিয়ে যাচ্ছেন ফ্লয়েডের হ'ত্যায় ন্যায় বিচার চাওয়া আন্দো'লনকারীরা।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, ২৫ মে দিনে ফ্লয়েডকে হ'ত্যা করা হলেও রাত থেকে বিক্ষো'ভ শুরু হয়। বিক্ষো'ভের প্রথম দিন থেকে বৃহস্পতিবার (১০ দিন) পর্যন্ত ১০ হাজার বিক্ষো'ভকারীকে গ্রে'ফতার করা হয়। এদিকে কৃষ্ণাঙ্গ নাগরিক ফ্লয়েড হ'ত্যায় চার পুলিশ কর্মকর্তাকে ব'রখা'স্ত করা হলেও শভিনকে গ্রেফতার করে তার বিরু'দ্ধে ফ্লয়েডকে হ'ত্যার অভিযোগ আনা হয়। 

ডেরেক শভিনের সঙ্গে থাকা অপর তিন পুলিশ কর্মকর্তা- টমাস লেইন, আলেকজান্ডার কুয়ং ও টু থাওয়ের বি'রু'দ্ধেও তদ'ন্ত শুরু করা হয়। কিন্তু প্রতিবা'দকারীরা এতে সন্তুষ্ট হয়নি। চার পুলিশ কর্মকর্তার বি'রু'দ্ধেই হ'ত্যার অভিযো'গ আনার দাবি তুলে বিক্ষো'ভ চালিয়ে আসছিলেন তারা। তদ'ন্ত শেষে বুধবার ওই চার পুলিশ কর্মকর্তার বি'রু'দ্ধেই অ'পরা'ধের অ'ভিযো'গ এনেছেন সরকারি কৌঁসুলিরা। 

শভিন ছাড়া বাকি তিন পুলিশ কর্মকর্তার বি'রু'দ্ধে নি'র'স্ত্র ফ্লয়েডকে হ'ত্যায় জড়িত থাকার অ'ভিযো'গ আনা হয়েছে। এদিকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার অ'ভিযু'ক্ত তিন পুলিশ কর্মকর্তা ফ্লয়েডকে হ'ত্যার সহযোগিতার দায় মাথায় নিয়ে দুপুরের পর আদালতে হাজির হয়েছেন। পরে আদালত তাদের হেনেপিন কাউন্টি জেলে পাঠায়।

আদালতে পেশ করা মামলার নথিতে শভিনের বি'রু'দ্ধে মিনেসোটা রাজ্য আইনে খু'নের তিনটি ধা'রার মধ্যে সবচেয়ে কম গু'রুতর থার্ড-ডিগ্রি মা'র্ডার ও পরি'স্থিতির দাবি ছাড়াই মানব হ'ত্যার অ'ভিযো'গ আনা হয়েছিল, কিন্তু নতুন অ'ভিযো'গে তার বি'রু'দ্ধে আরও গু'রুতর সেকেন্ড-ডিগ্রি মা'র্ডারের অ'ভিযো'গ আনা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে