বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২০, ১০:৫৫:২১

বাংলাদেশিসহ ২২০০ তবলিঘির ভারতে প্রবেশে নিষে'ধাজ্ঞা

বাংলাদেশিসহ ২২০০ তবলিঘির ভারতে প্রবেশে নিষে'ধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক : তবলিঘি জামাতের বিদেশি সদস্যদের বি'রু'দ্ধে ক'ড়া ব্যবস্থা নিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রনালয়। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, প্রায় ২২০০ জন বিদেশি সদস্যের ভারত ভ্রমণের উপর নিষে'ধা'জ্ঞা জারি করা হল। আগামী ১০ বছর এই নিষে'ধা'জ্ঞা জা'রি থাকবে বলে খবর। 

প্রসঙ্গত, ভ্রমণের ভিসায় এসে দেশে ধর্মীয় কার্যকলাপে অংশ নিয়েছিল তারা। এই অ'পরা'ধে আগেই তাদের কালো তালিকাভুক্ত করা হয়েছিল। এবার ভারতে ঢোকার উপর নিষে'ধা'জ্ঞা জারি হল। ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষ্যে মধ্য মার্চে দিল্লির নিজামুদ্দিন মারকাজে বহু তবলিঘি সদ্য জমায়েত করেছিলেন। তাদের মধ্যে বহু বিদেশি নাগরিকও ছিলেন। অভিযোগ, লকডাউন ঘোষণার পরও সেই এলাকায় জমায়েত করেছিলেন তারা। সেখান থেকে করোনাও ছড়িয়েছিল বলে অভিযোগ ওঠে। 

এরপর ভারতের স্বরাষ্ট্র মন্ত্রনালয় এপ্রিল মাসে তবলিঘি জামাতের ৯৬০ সদস্যকে কালো তালিকাভাক্ত করেছিল। একইসঙ্গে তাদের ভিসাও নি'ষি'দ্ধ করা হয়েছিল। স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের তরফে দিল্লি পুলিশ এবং অন্য রাজ্যের পুলিশের কাছে নিজ নিজ এলাকায় থাকা বিদেশি নাগরিকদের বি'রু'দ্ধে দুর্যো'গ আইন এবং বিদেশি নাগরিক আইনের অনুযায়ী ক'ড়া পদক্ষেপ করতে বলা হয়েছিল। এবার আরও ক'ড়া পদক্ষেপ করা হল বলে খবর। 

দিল্লীর নিজামুদ্দিনে হওয়া এই অনুষ্ঠানে অংশ নেওয়া প্রায় আড়াই হাজার বিদেশি নাগরিকদের শনা'ক্ত করা হয়েছে বলে সূত্রের খবর। তাদের মধ্যে আমেরিকা, ফ্রান্স, ইটালি, মালয়েশিয়া, বাংলাদেশের নাগরিকও ছিল। এদের শনা'ক্ত করে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছিল। তাদের অনেককে দেশেও ফিরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আগামী ১০ বছর তারা আর ভারতের মাটিতে পা রাখতে পারবেন না বলে জানানো হয়। সূত্র : এএনআই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে