শুক্রবার, ০৫ জুন, ২০২০, ১২:১৯:২৯

পঙ্গপালের মাধ্যমে জনগণকে অর্থ উপার্জনের পথ দেখালেন ইমরান খান

পঙ্গপালের মাধ্যমে জনগণকে অর্থ উপার্জনের পথ দেখালেন ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক : করোনা ভাইরাসের তী'ব্র মহামা'রির মাঝে নতুন আরেক স'ঙ্ক'টের ল'ড়া'ইয়ের মুখে পড়েছে পাকিস্তান এবং ভারত। গত তিন দশকের মধ্যে সবচেয়ে ভ'য়াব'হ পঙ্গপালের হা'নার মুখো'মুখি হয়েছে এ দুই দেশ।

পাকিস্তানের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দেশটির জনগণকে ক্ষ'তিকর পঙ্গপাল ধ'রে তা মুরগীর খাদ্য হিসেবে বিক্রি অর্থ উপার্জনের পথ বাতলে দিয়েছেন ইমরান খান। এই কাজে জনগণকে তার সরকারের পক্ষ থেকে সহায়তার পরিক'ল্পনাও করা হয়েছে।

দেশটির সংবাদমাধ্যম ডন বলছে, গত মঙ্গলবার দেশটির ফেডারেল মন্ত্রিসভার বৈঠকে ইমরান খান সভাপতিত্ব করেন। এ সময় তিনি পঙ্গপালের হু'মকি মো'কাবিলায় জনগণকে অর্থনৈতিক সহায়তা দেয়ার আশ্বাস দিয়ে নতুন একটি প্রস্তাব দেন। ইমরান বলেন, পঙ্গপাল ধ'রে কেজি প্রতি ১৫ রুপিতে বিক্রি করতে পারবেন জনগণ। এটাকে মুরগীর খাবার হিসেবে পোল্ট্রি খামারিদের বিক্রি করা যাবে। ইতোমধ্যে পাক প্রধানমন্ত্রীর এই প্রস্তাব ওকারা অঞ্চলের জনগণ বাস্তবায়ন শুরু করেছেন।

পিটিভি বলছে, পাকিস্তানে পঙ্গপালের হা'না শুরু হয়েছে বেলুচিস্তান প্রদেশের ৩১টি, খাইবারপাখতুন খাওয়ার ১০, পাঞ্জাবের চারটি ও সিন্ধু প্রদেশের সাতটি জেলায়। ভারতের উত্তরাঞ্চলীয় দুটি প্রদেশেও ইতোমধ্যে পঙ্গপালের আ'ক্র'মণ শুরু হয়েছে। পঙ্গপাল ধ্বং'স করতে দেশটির সরকার ড্রোন এবং আমদানিকৃত বিশেষ ইঞ্জিন ব্যবহারের পরিক'ল্পনা করেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে