শুক্রবার, ০৫ জুন, ২০২০, ০৯:১৫:০৮

করোনার পিছনে বিল গেটসের হাত রয়েছে, শুনে হ'তবাক মার্কিন ধনকুবের!

করোনার পিছনে বিল গেটসের হাত রয়েছে, শুনে হ'তবাক মার্কিন ধনকুবের!

আন্তর্জাতিক ডেস্ক : মা'রণ ভাইরাস করোনার তা'ণ্ডবে বি'প'র্যস্ত গোটা পৃথিবী। গুঁ'ড়িয়ে দিচ্ছে মানবজাতির সভ্যতা ও বিজ্ঞানের দ'ম্ভ। পৃথিবীর বিভিন্ন দেশের বিজ্ঞানীরা উঠেপড়ে লেগেছেন একটা ওষুধ বা ভ্যাকসিন তৈরিতে। এখনও সফলতার মুখ দেখেননি। করোনায় সবচেয়ে ক্ষ'তিগ্র'স্থ দেশ যুক্তরাষ্ট্র ভ্যাকসিন তৈরির সর্বা'ত্মক প্রচেষ্টায় কোটি কোটি ডলার ব্যয় করছে। 

তবে আত'ঙ্কের পাশাপাশি চলছে গু'জব ও ষ'ড়য'ন্ত্র তত্ত্বের প্রচার। গু'জব রটেছে, করোনা ছড়ানোর পিছনে নাকি বিশ্বের অন্যতম শীর্ষ ধনী মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের হাত রয়েছে! হাতেগোনা কয়েক জন নন, আমেরিকার ২৮ শতাংশ বাসিন্দাই একে সত্যি বলে মনে করেন। এমনটাই জানিয়েছে একটি সমীক্ষা। সেই সঙ্গে আরো গু'জব রটেছে, কভিড-১৯ ভ্যাকসিনের মাধ্যমে লোকজনের মধ্যে ট্র্যাকিং ডিভাইস বসানোর চেষ্টা করছেন বিল গেটস।

যদিও গোটা বিষয়টিকেই অত্যন্ত অবি'শ্বাস্য বলে উড়িয়ে দিয়েছেন বিল গেটস স্বয়ং। বলেছেন, এ ধ'রণের ভুল তথ্য এবং ষ'ড়য'ন্ত্র তত্ত্বগুলো প্রত্যেকের জন্য বি'প'জ্জনক। করোনা ভাইরাসের প্রতিষে'ধক খোঁ'জার কাজে বরাবরই উদ্যোগী ছিলেন বিল গেটস। এ কাজে বিল ও তার স্ত্রী মেলিন্ডা গেটস দু'জনেই সক্রিয়। এরই মধ্যে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন প্রতিষে'ধক তৈরির কাজে ৩০ কোটি ডলারের অর্থসাহায্যের প্রতিশ্রুতিও দিয়েছে। 

তা সত্ত্বেও এই মহামা'রির পিছনে বিল গেটসের হাত রয়েছে বলে গু'জব রটেছে কেন? ষ'ড়য'ন্ত্র তত্ত্ব প্রচারকারী ডা'নপ'ন্থীদের দাবি, কোনো না কোন ভাবে এই মহামা'রি উৎসে জড়িত গেটস এবং তা ছড়ানোর পিছনেও তারই হাত রয়েছে। করোনার ভ্যাকসিন বিক্রি করে তার থেকে ফায়দা তুলতে চান বিল গেটস।

ইয়াহু নিউজ এবং ইউগভ নামে একটি আন্তর্জাতিক মাকের্ট রিসার্চ এবং ডেটা অ্যানালিটিকস সংস্থার যৌথ সমীক্ষা রিপোর্টে দাবি, আমেরিকার ২৮ শতাংশ মানুষই এই ধা'রণায় বিশ্বাসী। রিপাবলিকানদের মধ্যে ৪৪ শতাংশও একে সত্যি বলে মনে করেন। অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন নেটওয়ার্ক 'ফক্স নিউজ'-এর ৫০ শতাংশ দর্শকই এই তথ্যে বিশ্বাস করেন বলে মত দিয়েছেন। 

যদিও এমএসএনবিসি নামে আর একটি টেলি-নেটওয়ার্কের ৬১ শতাংশ দর্শকই মনে করেন, এটি সম্পূর্ণ ভ্রা'ন্ত ধা'রণা। এ বিষয়ে বিল গেটস কী মনে করেন? গোটা বিষয়টিকেই অ'দ্ভু'ত বলে আখ্যা দিয়েছেন বিল গেটস। তার কথায়, ''আমি কখনই কোনো ধ'রনের মাইক্রো'চিপ সং'ক্রা'ন্ত বিষয়ের সঙ্গে জড়িত নই। এ ধরনের বিষয়গুলো নিয়ে আলোচনা করাটাও মুশকিল। ব্যাপারটা এতটাই নির্বো'ধ আর অ'দ্ভু'ত।''

মহামা'রি নিয়ে অবশ্য দীর্ঘ দিন ধ'রেই সচেতনতা প্রসারের কাজে জড়িত বিল গেটস। ২০১৫ সালে 'টেড টকস'-এ সে বিষয়ে সত'র্কবার্তাও দিয়েছিলেন তিনি। ওই অনুষ্ঠানেই বিশ্ব জুড়ে এক ভয়ানক মহামা'রিতে ব্যা'পক প্রা'ণহা'নির আশ'ঙ্কার কথা শুনিয়েছিলেন বিল গেটস। এ কাজে বিশ্বনেতাদের স'ক্রি'য় হওয়ার কথাও বলেছিলেন তিনি। তা সত্ত্বেও তাকে ঘিরে ছড়িয়েছে গু'জব।

তবে এই গু'জবের ফলে যে করোনার প্রতিষে'ধক খোঁ'জার কাজ ব্যাহত হবে না, সেটাই স্বস্তির বলে জানিয়েছেন বিল গেটস। তার মতে, করোনার প্রতিষে'ধক তৈরি হলে প্রথমেই তা এমন দেশে পাঠানো উচিত, যেখানকার স্বাস্থ্য পরিকাঠামো অপেক্ষাকৃত দুর্বল এবং সামাজিক দূরত্ব বজায় রাখাটা প্রায় অসম্ভব। প্রতিষে'ধক তৈরি কাজে আগামী পাঁচ বছরের জন্য আরো অতিরিক্ত ১৬০ কোটি ডলারের প্রতিশ্রুতিও দিয়েছে বিল ও মেলিন্ডার ফাউন্ডেশন। সূত্র : ইউএস টুডে, আনন্দবাজার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে