আন্তর্জাতিক ডেস্ক : বর্ণবৈষম্য এবং আমেরিকায় পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হ'ত্যার প্র'তিবাদে কানাডাজুড়ে বি'ক্ষোভ হচ্ছে। রাজধানী অটোয়ায় পার্লামেন্ট হিলেও সমবেত হয় বি'ক্ষোভকারীরা। সেই বি'ক্ষোভে কালো মাস্ক পরে হাজির হন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। মাটিতে হাঁ'টু গেড়ে বসে বি'ক্ষোভকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন তিনি।
এসময় বিক্ষোভকারীরা ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ বলে স্লোগান দিতে শুরু করেন। জাস্টিন ট্রুডো হাত তালি দিয়ে সেই স্লোগানের প্রতি সমর্থন জানান।
এক বক্তা প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে মাইকে বলেন, হয় তুমি বৈষম্যের বিপক্ষের লোক না হয় তুমি বর্ণবাদী। এই দুইয়ের মাঝখানে কোনো অবস্থান নেই। জাস্টিন ট্রুডো- এই বক্তব্যেও হাত তালি দিয়ে সমর্থন দেন।