শনিবার, ০৬ জুন, ২০২০, ০৫:৪৯:০২

রেডিয়েশন থেরাপি দিয়ে করোনা নির্মূল করতে চায় তুরষ্ক

রেডিয়েশন থেরাপি দিয়ে করোনা নির্মূল করতে চায় তুরষ্ক

আন্তর্জাতিক ডেস্ক : সারা বিশ্ব জুড়ে প্রাণঘা'তী করোনার প্রকো'প। করোনার চিকিৎসায় লাগাতার কাজ করে যাচ্ছে গোটা বিশ্ব। তবে এখন পর্যন্ত করোনার স্থায়ী কোন প্রতিষে'ধকের খোঁ'জ মেলেনি। এবার করোনার চিকিৎসায় রেডিয়েশন থেরাপি তুর্কিবিম নিয়ে আসলো তুরষ্কের একদল বিজ্ঞানী। 

রেডিয়েশন থেরা'পিটি  কোন পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই অণুজীব, ছত্রাক, ব্যাকটিরিয়া এবং ভাইরাস জাতীয় জীবের সম্পূর্ণ ধ্বং'স নি'শ্চিত করে বলে জানিয়েছেন গবেষকরা। তুর্কি বিজ্ঞানীদের তৈরি এই রেডিয়েশন থে'রাপির এরই মধ্যে ক্লিনিকাল ট্রায়াল শুরু হয়েছে। 

আঙ্কারার গাজী বিশ্ববিদ্যালয়ের কার্ডিওভাসকুলার সার্জন হিকমেট সেলকুক গেদিক আরডি গ্লোবাল ইনভেমড এর প্রকাশিত এক বিবৃতিতে বলেছেন, ক্লিনিকাল স্টাডি প্র'ক্রিয়া, যা রোগীদের উপর চিকিৎসা পদ্ধতিটির বাস্তবায়নের সুযোগ করে দেয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদনের পরই এই ট্রায়াল শুরু হয়েছে।

তুর্কিবিম হল একটি রশ্মি চিকিৎসা ব্যবস্থা যা তুর্কিবিম সিলেকটিভ-সেনসিটিভ ইউভিসি এবং লেজার থেরাপি বা তুর্কিবিমের বিজ্ঞানীরা তিন বছরের গবেষণার ফল। এই চিকিৎসা পদ্ধতিটি বিশ্বে প্রথবারের মত তুরষ্কে করোনা রোগীদের মানবদেহে প্রয়োগ করা হবে।  

রেডিয়েশন থেরাপি তৈরির প্র'ক্রিয়াটি ভাইরাস এবং ব্যাকটিরিয়ার মতো অণুজীবগুলির উপর অধ্যয়ন দিয়ে শুরু হয়েছিল। এরপর প্রাণী এবং মানবকোষে এর প্রভাব সম্পর্কে গবেষণা শেষে ক্লিনিকাল ট্রায়ালের পর্যায়ে পৌঁছেছে। গত ৪ মে স্বাস্থ্য মন্ত্রণালয় ক্লিনিকাল স্টাডির জন্য আবেদনটি অনুমোদন করে। পরে  নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের ক্লিভল্যান্ড ক্লিনিক কর্তৃক এটি আনুষ্ঠানিকভাবে পরীক্ষার এবং সহযোগিতার জন্য আমন্ত্রিত জানানো হয়। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে