শনিবার, ০৬ জুন, ২০২০, ০৫:৫৪:১৭

করোনায় চাকরি হারিয়ে দিনমজুরি করতে চাইছে গ্রাজুয়েট পাশ ছেলেরা!

করোনায় চাকরি হারিয়ে দিনমজুরি করতে চাইছে গ্রাজুয়েট পাশ ছেলেরা!

আন্তর্জাতিক ডেস্ক : করোনার লকডাউনে শিক্ষিত গ্রাজুয়েট ছেলেরা চাকরি হারাচ্ছে, এবার ঘটনা সামনে এল যোগীরাজ্য থেকে। সেখানে লকডাউনে চাকরি হারিয়ে দিনমজুরি করতে প্রস্তুত যুব সমাজ।

উত্তরপ্রদেশ থেকে যে নাম উঠে এসেছে, তিনি হলেন রোশন কুমার। যোগী রাজ্যে একটি প্রত্যন্ত গ্রামে থাকেন তিনি। আগে চাকরি করতেন, কিন্তু লকডাউনে কর্মহীন হয়ে পড়ায় আবেদন করেছেন দিনমজুরের কাজে।

জানা গিয়েছে, মহাত্মা গান্ধি ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি বা মনরেগা প্রকল্পে কাজ খুঁ'জছেন রোশন কুমার। তিনি একা নন, এমন অনেকেই ওই একই ধরনের কায়িক শ্রম সাধ্য কাজ করতে প্রস্তুত বলে জানা গিয়েছে। রাস্তা খোঁ'ড়া, পুকুর খোঁ'ড়ার কাজ করতেও প্রস্তুত রয়েছে শিক্ষিত যুবক ছেলেরা।

মূলত যে পরিযায়ী শ্রমিকেরা কাজ না থাকার কারণে ফিরে আসছেন, তাঁদের কাজ সুনিশ্চিত করতেই এই মহাত্মা গান্ধি ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি প্রকল্পে কাজের কথা বলা হয়। কিন্তু লকডাউনের জেরে চাকরি হারিয়ে এখন ওই প্রকল্পে আবেদন করছেন শিক্ষিত বেকারেরাও।

 সুরজিত কুমার জানিয়েছেন, তাঁর এমএ এবং বিএড ডিগ্রি আছে। কিন্তু লকডাউনের জেরে কেরিয়ার শুরুর আগেই বেকার তিনি। তাঁর আশ'ঙ্কা তাকেও হয়তো ওই কাজ করতে হবে।

অন্যদিকে এই আশ'ঙ্কা সত্যি হয়েছে, সত্যেন্দ্র কুমার নামে এক যুবকের। তিনিও আগে চাকরি করতেন। মাসে ৭০০০ টাকা পেতেন। কিন্তু লকডাউনের জেরে সেই চাকরি বন্ধ হয়ে যাওয়ায় একেবারে কর্মহীন পড়েন তিনি। শেষমেশ গ্রামপ্রধান তাঁকে তাঁকে একটি মনরেগা প্রকল্পে কাজে ঢুকিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

তথ্য জানাচ্ছে, এপ্রিল থেকে কমপক্ষে ৩৫ লক্ষ মানুষ মনরেগা শ্রমিক হিসাবে কাজ করার জন্য আবেদন করেছেন। শেষ ১০ বছরে কখনও এত আবেদন জমা পড়েনি।-কলকাতা২৪×৭

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে