রবিবার, ০৭ জুন, ২০২০, ১২:৩৩:২৫

করোনা মোকাবেলায় ইরানের যুগান্তকারী উদ্ভাবন

করোনা মোকাবেলায় ইরানের যুগান্তকারী উদ্ভাবন

নিউজ ডেস্ক : করোনা ভাইরাস মো'কাবেলায় যুগান্তকারী উদ্ভাবন করেছে ইরান। ওজোনাইজার নামের একটি বিশেষ ধরনের যন্ত্র তৈরি করেছে দেশটি। ইরানের আমির কাবির বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এটি তৈরি করেছে। এই যন্ত্রে বাইরে থেকে কোনো ধরনের কেমিক্যাল বা রাসায়নিক পদার্থ দিতে হবে না। 

এটি বাতাস থেকে অক্সিজেন সংগ্রহ করে সেটাকে ওজোনে পরিণত করবে। এই ওজোন ব্যবহার করেই পরিবেশকে জীবাণুমুক্ত রাখা যাবে। ইরান বাসা-বাড়ি, অফিস-আদালত, হাসপাতাল, বন্দর ও টার্মিনালসহ বিভিন্ন স্থান জীবাণুমুক্ত করতে এই প্রযুক্তি ব্যবহার করবে বলে জানা গেছে। ওজোন অক্সিজেনেরই একটি প্রকারভেদ। তবে এটি বিষা'ক্ত। ওজোন পরিবেশকে জীবা'ণুমুক্ত করতে সাহায্য করে।

গত ফেব্রুয়ারিতে করোনা ভাইরাসের প্রাদু'র্ভাব দেখা দেওয়ার পর থেকে ইরান এই ভাইরাস মো'কাবেলায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। শনা'ক্তকরণ কিট, ভেন্টিলেটর ও মেডিক্যাল রোবট থেকে শুরু করে ব্যাপক সংখ্যায় মাস্ক ও পিপিই তৈরিতে সফল হয়েছে ইরান। সূত্র: ইরান প্রেস।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে