আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ হ'ত্যা থেকে সৃষ্ট আন্দো'লনের পিছনে উ'স্কা'নি দিচ্ছে চীন এমন অ'ভিযো'গ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তিনি বলছেন গোটা বিশ্বের বিক্ষো'ভের খবর ফলাও করে প্রচার করে বিষয়টির অ'পব্য'বহার করছে চীন।
শনিবার রাতে পম্পেও বলছেন, হংকং ও তিয়েনআনমেন স্কয়ারের বিক্ষো'ভকারীদের ক'ঠো'র হাতে দ'মন করেছে চীন। ওই খবর প্রচারকারী সাংবাদিকদের দীর্ঘমেয়াদি কারাদ'ণ্ড দেওয়া হয়েছে।, অথচ যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ নাগরিক হ'ত্যাকারী পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করা সত্ত্বেও বিক্ষো'ভ অব্যাহ'ত রয়েছে এবং বিক্ষো'ভকারীরা জনগণের জানমাল লু'ট করলেও তা প্রচার না করে শুধু বিক্ষো'ভের খবরই প্রচার করা হচ্ছে। সেই সাথে করোনায় প্রকৃত আক্রা'ন্ত ও মৃ'তের সংখ্যা নিয়ে চীনের তথ্য গো'পন করা নিয়েও অভিযো'গ তোলেন পম্পেও।
এদিকে বিক্ষো'ভকারীদের দাবি সমাজে বর্ণবাদ নিয়ে পরিবর্তন না আসা পর্যন্ত চলমান বিক্ষো'ভ অব্যাহ'ত থাকবে। গেল মাসের শেষের দিকে মিনেসোটা অঙ্গরাজ্যের মিনেপোলিস শহরে কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েডের হ'ত্যাকা'ণ্ডের পর দেশজুড়ে প্রচ'ণ্ড বিক্ষো'ভ শুরু হয়েছে। বিক্ষো'ভকারীরা বলছেন, মার্কিন সমাজ ও রাষ্ট্রব্যবস্থায় যে বর্ণবাদ ও বর্ণবৈ'ষম্য বিরাজমান রয়েছে তার অ'বসা'ন ঘটাতে হবে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে ৫০ বছরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিক্ষো'ভ বিবেচনা করা হচ্ছে এই আন্দো'লনকে।