আন্তর্জাতিক ডেস্ক : পূর্ব কাশ্মিরের লাদাখ সীমান্তে চীন-ভারতের মধ্যে যু'দ্ধ পরি'স্থিতি বিরাজ করছিল বেশ কিছুদিন ধ'রে। সীমান্তে উভয় পক্ষই ভারি অ'স্ত্রশ'স্ত্র মজুদ করেছিল। উড়ছিল যু'দ্ধবিমান। তবে শেষ পর্যন্ত শান্তিপূর্ণ উপায়ে উত্তে'জনা প্রশ'মনে দুই দেশ সম্মত হয়েছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
শনিবার দুই দেশের শীর্ষ সেনা কর্মকর্তাদের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক শেষ হওয়ার পরদিন রবিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ''একাধিক দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে সীমান্ত এলাকায় উদ্ভূত পরি'স্থিতির শান্তিপূর্ণ সমাধানে রাজি হয়েছে ভারত ও চীন। মার্কিন গণমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
লাদাখ নিয়ে চীন-ভারত বিরো'ধ পুরনো। গত ৫ মে সন্ধ্যায় প্রায় ২৫০ ভারতীয় ও চীনা সেনা সরাসরি সংঘা'তে জড়িয়ে পড়লে পরি'স্থিতি আরো জটিল হয়ে পড়ে। পরে গত ৯ মে উত্তর সিকিমেও একই রকম ঘ'টনা ঘটে। চলমান উত্তে'জনার এক পর্যায়ে ভারতের আলোচনার ডাকে সাড়া দেয় চীন। শুক্রবার দুই দেশের মধ্যে কূটনীতিক পর্যায়ের আলোচনার পর শনিবার সেনা পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হয়।
রবিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, ''খুবই বন্ধুত্বপূর্ণ পরিবেশে এই আলোচনা সম্পন্ন হয়েছে। দু'দেশই শান্তিপূর্ণভাবে সীমান্ত বিরো'ধ নি'ষ্প'ত্তিতে রাজি হয়েছে। ভারত ও চীনের মধ্যে সীমান্ত নিয়ে যেসব দ্বিপাক্ষিক চুক্তি হয়েছে, সেইসব চুক্তির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ ইন্দো-চীন সীমান্ত এলাকা দু'দেশের মধ্যে সম্পর্কের উন্নয়নে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।'
ওই বিবৃতিতে আরো বলা হয়েছে, ''এই বছর ভারত ও চীনের মধ্যে শুরু হওয়া কূটনৈতিক সম্পর্কের ৭০ বছর হচ্ছে। তাই এই সম্পর্ক আগামী দিনে কীভাবে আরো এগিয়ে নেওয়া যায়, তা নিয়ে দু'দেশই আগ্রহী। নয়াদিল্লি ও বেইজিংয়ের তরফে দু'দেশের মধ্যে সম'স্যার সমাধান করে সীমান্ত এলাকায় শান্তি ফেরানোর সব চেষ্টা করা হবে।''
সীমান্ত এলাকা নিয়ে ভারত ও চীনের মধ্যে বরাবরই মতভেদ ছিল, সম্প্রতি সেই সীমান্ত সম'স্যা আরো চূড়ান্ত আকার ধারণ করে। অনেকটা যু'দ্ধের কিনারে পৌঁছে যায় উভয় দেশের সেনাবাহিনী। ভারত এবং চীনের মধ্যে প্রায় ৩,৫০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকা রয়েছে। এর আগে ২০১৭ সালে ডোকালাম সীমান্ত নিয়েও দুই দেশের মধ্যে উত্তে'জনা প্রায় ৩ মাস ধ'রে চলেছিল। ১৯৬২ সালে চীনের সঙ্গে সামরিক সংঘা'তেও জড়িয়ে পড়েছিল ভারত। সূত্র: সিএনএন।