আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘা'তী করোনাভাইরাসে বিপর্য'স্ত পুরো বিশ্ব। অর্থনীতি বাঁ'চাতে ও কর্মসংস্থানকে টিকিয়ে রাখতে দেশে দেশে নতুন আঙ্গিকে লকডাউন চলছে। তবে অনেক দেশেই নতুন করে করোনা আক্রা'ন্ত ও মৃ'ত্যুর খবর নেই। এরই মধ্যে নিউজিল্যান্ড এখন ‘করোনামুক্ত’ বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। ফেব্রুয়ারির ২৮ তারিখের পর এই প্রথম দেশটি ‘করোনাশূন্য’ (জিরো অ্যাকটিভ কেইস) হল।
নিউজিল্যান্ডের স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক অ্যাশলে ব্লুমফিল্ড আজ সোমবার বিবৃতির মাধ্যমে জানিয়েছেন, সবশেষ যে ব্যক্তিকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল তিনি এখন উপস'র্গমু'ক্ত। স্থানীয় সময় সোমবার সন্ধ্যা নাগাদ দেশটি করোনা সং'ক্রান্ত সব বিধিনিষেধ তুলে দিতে পারে।
সরকারের উচ্চপর্যায়ের বৈঠকের পর এ বিষয়ে 'চূড়ান্ত সি'দ্ধান্ত নেয়া হবে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, নিউজিল্যান্ডে মোট ১ হাজার ৫০৪ জন করোনা রোগী পাওয়া যায়। এর মধ্যে ২২ জন মা'রা গেলেও বাকি ১৪৮২ জন সুস্থ হয়েছেন। দেশটি এখন পর্যন্ত ২ লাখ ৯৪ হাজার ৮৪৮ জনের করোনা পরীক্ষা করিয়েছে।