আন্তর্জাতিক ডেস্ক : আবারও ভূমিকম্প ভারতের রাজধানীতে। রবিবারের পর ফের সোমবার মৃদু কম্পন অনুভূত হল দিল্লিতে। তবে কোনও ক্ষ'য়'ক্ষতির খবর পাওয়া যায়নি। ভারতের জাতীয় ভূমিকম্প কেন্দ্রের তরফে জানানো হয়েছে, সোমবার দুপুর একটা নাগাদ মৃদু কম্পন অনুভূত হয় দিল্লি-গুরুগ্রাম সীমান্তে। রিখটার স্কেলে কম্পনের তী'ব্রতা ছিল ২.১। কম্পনের উপকেন্দ্র ছিল ভূমি থেকে ১৮ কিমি গভীরে।
এর আগে রবিবার সকাল ১১.৫৫ মিনিটে দিল্লি এনসিআরে মৃদু ভূমিকম্প হয়। রিখটার স্কেলে ১.৩ মাত্রার কম্পা'ঙ্ক ধ'রা পড়ে। রোহতাকের দক্ষিণ-পশ্চিমে ছিল কম্পনের উত্সস্থল। সাম্প্রতিককালে বারবার ভূমিকম্পের ক'বলে পড়ছে দিল্লি। এই বছর ১২ এপ্রিল থেকে ২৯ মে'র মধ্যে ১০ বার কেঁ'পে উঠেছে দিল্লি ও তার আশপাশের অঞ্চল। এই কম্পনগুলি কম মাত্রার হলেও আগামী দিনে বড় বি'প'র্যয়ের আশ'ঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
গত দেড় মাসে দিল্লিতে বারবার কম মাত্রার ভূমিকম্প হয়েই চলেছে। এর মধ্যে সর্বশেষটি হয় বুধবার রাত ১০টা ৪২ মিনিটে। যদিও তা মৃদু। রিখটার স্কেলে ৩.২ মাত্রার কম্পন। ভূমিকম্পের উত্পত্তিস্থল ছিল নয়ডা থেকে ১৯ কিলোমিটার দক্ষিণপূর্বে। গভীরতা ৩.৮ কিলোমিটার। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির রেকর্ড বলছে, ছ'টি ভূমিকম্পের মধ্যে গত ২৯ মে-র কম্পন মাত্রাই সবথেকে শক্তিশালী ছিল।
পাঁচটি ভূমিক'ম্পপ্র'বণ অঞ্চলের মধ্যে দিল্লি চতুর্থ সর্বোচ্চ অঞ্চলের অধীনে পড়ে। যে কারণে ভূমিকম্পের ঝুঁ'কি রয়েছে। তবে, দিল্লি নিজে ভূমিকম্পের কেন্দ্রস্থল, এটা বিরল ঘটনা। উচ্চ-ভূমিকম্প অঞ্চল হিসাবে পরিচিত মধ্য এশিয়া বা হিমালয় অঞ্চলে ভূমিকম্প আ'ঘা'ত হা'নলে, তার প্রভাবে দিল্লিতে কম্পন অনুভূত হয়। সূত্র : ইন্ডিয়া টাইমস