সোমবার, ০৮ জুন, ২০২০, ০৫:০৪:২৫

নিউজিল্যান্ড 'করোনামুক্ত' শুনেই আনন্দে নেচে উঠেন প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন

নিউজিল্যান্ড 'করোনামুক্ত' শুনেই আনন্দে নেচে উঠেন প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন

আন্তর্জাতিক ডেস্ক : সোমবার দেশের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন ঘোষণা করেছেন, 'আর কোনও করোনার রোগী নেই। করোনামুক্তের জন্য সব ত্যা'গ করতে স্বী'কার হয়েছিলেন নিউজিল্যান্ডবাসীরা। আর এরজন্যই এই সাফল্য।' শেষ যিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন, তিনিও সুস্থ হয়ে রবিবার বাড়ি ফিরে গিয়েছেন।

এই কঠিন সময়ের মধ্যে দিয়ে দেশকে এত দ্রুত বের করে আনার পর ঠিক কেমন অনুভূতি প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেনের? এই প্রশ্নের উত্তরে সোজা সাপটা জবাব তাঁর... ''এই খবর জানতে পেরেই আমি আনন্দে একটু নেচে নিয়েছিলাম। আমি নেভেকেও দেখালাম। যদিও ওর কোনও ধা'রণা ছিল না কেন আমি লাউঞ্জের মধ্যে নেচে বেড়াচ্ছি।''

একই প্রশ্ন করা হয়েছিল দেশের স্বাস্থ্য মন্ত্রনালয়ের ডিরেক্টর জেনারেল ডা. অ্যাশলে ব্লুমফিল্ডকে। তার অবশ্য উত্তর, ''আমি প্রধানমন্ত্রীর মতো অত দক্ষ নৃত্য শিল্পী নই। তবে এই সপ্তাহে একজন আমাকে খুব গম্ভীর বলেছিলেন। কিন্তু আমি মাঝে মধ্যে অল্প হাসিও।' চলতি বছরের ২৮ ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডে প্রথম করোনা আ'ক্রা'ন্তের হদিশ মেলে। গত ১৫ মে পর্যন্ত শেষবার নতুন সং'ক্র'মণের খবর পাওয়া গিয়েছিল। পঞ্চাশ লক্ষ জনসংখ্যার এই দেশে মোট আ'ক্রা'ন্তের সংখ্যা ছিল ১১৫৪জন। মা'রা গিয়েছেন ২২জন।

গত ১৭ দিন নুন করে কোনও সং'ক্র'মণের খবর পাওয়া যায়নি। সোমবার মধ্যরাত থেকেই দেশ থেকে লকডাউন তুলে নেওয়া হয়েছে। সীমান্তে কড়া বিধি নিষে'ধ থাকলেও অভ্যন্তরীনে কোনও নিষে'ধা'জ্ঞা আপাতত থাকছে না। প্রথম করোনায় আ'ক্রা'ন্তের হ'দিশ মিলতেই সাত সপ্তাহের লকডাউন জারি করা হয়। বাড়ি থেকে কাউকে বের হতে নিষে'ধ করে দেওয়া হয়। জরুরি পরিষেবা চালু হয় গোটা দেশে। ফলে সং'ক্র'মণের সংখ্যা একধাপে অনেকটাই কমে যায় তখন। সূত্র : ইন্ডিয়া টাইমস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে