সোমবার, ০৮ জুন, ২০২০, ০৬:২৪:৩১

এবার পূর্ব জেরুজালেম থেকে ফিলিস্তিনিদের বিতাড়িত করতে তাদের বাড়ী-ঘর ভা'ঙার উদ্যোগ নিল ইসরায়েল

এবার পূর্ব জেরুজালেম থেকে ফিলিস্তিনিদের বিতাড়িত করতে তাদের বাড়ী-ঘর ভা'ঙার উদ্যোগ নিল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক : পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের ২০০ ভবন ধ্বংস করতে যাচ্ছে ইসরায়েল। গতকাল রবিবার এ সং'ক্রান্ত একটি আদেশ জা'রি করেছে দেশটি। সেই আদেশে দশক পুরনো ফিলিস্তিনের মালিকানাধীন দু’শ শিল্প কাঠামো ভে'ঙে দিতে বলা হয়েছে। ওয়াফা নিউজ এজিন্সির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে মিডিল ইস্ট মনিটর।

পূর্ব জেরুজালেমের আরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির চেয়ারম্যান কমল ওবেইদাত জানিয়েছেন, ইসরায়েলি পরিকল্পনা ও জোনিং কমিটির সুপারিশক্রমে এই আদেশ দেওয়া হয়েছে। সেখানে গাড়ি মেরামতের দোকান, রেস্তোরাঁ ও অন্যান্য ভবনসহ ২০০টি কাঠামো ভে'ঙে ফেলা হবে। শুধুমাত্র ফিলিস্তিনিদের ঘরগুলো ভে'ঙে দেওয়ার আদেশ দেওয়া হয়েছে।

এই ধরনের আদেশকে বর্ণবাদী আখ্যা দিয়ে ওবেইদাত বলেছেন, ইসরায়েল এই এলাকায় নিজেদের বাড়ি বা বিল্ডিং তৈরি করার জন্য ফিলিস্তিনিদের ভবনগুলো ভা'ঙার আদেশ দিয়েছে। পূর্ব জেরুজালেমের এই অঞ্চলটিতে তিন লাখের মতো ফিলিস্তিনি বসবাস করেন।

জেরুজালেম মিউনিসিপালিটির এক মুখপাত্র বলেন, ইসরায়েলের ‘বিল্ডিং প্রকল্প’র অংশ হিসেবে ভবনগুলো ভে'ঙে ফেলা হচ্ছে। তবে তিনি আর কোনো তথ্য জানানি। তবে ফিলিস্তিনিরা মনে করেন, পূর্ব জেরুজালেম থেকে ফিলিস্তিনিদের বিতাড়িত করাই এর লক্ষ্য।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে