সোমবার, ০৮ জুন, ২০২০, ০৯:০৮:৫৩

''ইরানি সংসদে হা'মলায় যুক্তরাষ্ট্র ও ইসরাইল জড়িত ছিল''

''ইরানি সংসদে হা'মলায় যুক্তরাষ্ট্র ও ইসরাইল জড়িত ছিল''

আন্তর্জাতিক ডেস্ক : ২০১৭ সালে ইরানের জাতীয় সংসদ ভবনে যে হা'মলা হয়েছিল তার সঙ্গে যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরাইলের গু'প্তচর সংস্থা জড়িত ছিল বলে দাবি করেছেন দেশটির জাতীয় সংসদের নতুন স্পিকার মোহাম্মাদ বাকের কলিবফ। রোববার ইরানের জাতীয় সংসদের অধিবেশনে তিনি এসব কথা বলেন।

বাকের কলিবফ বলেন, যদিও দৃশ্যত মনে হয়েছিল সেটি সন্ত্রা'সী হা'মলা ছিল, কিন্তু এখন ইরানের গোয়ে'ন্দা সংস্থার মাধ্যমে প্রমাণিত হয়েছে যে যুক্তরাষ্ট্র-ইসরাইল এবং আঞ্চলিক কয়েকটি দেশের গোয়েন্দা সংস্থা এর সঙ্গে জড়িত ছিল। যদি এই বিশ্বাসঘা'তকদের সুযোগ দেয়া হতো তাহলে তারা তেহরানের রাস্তায় রাস্তায় গণহ'ত্যা চালাতো।

প্রসঙ্গত, ২০১৭ সালের ৭ জুন অজ্ঞা'ত ব'ন্দু'কধারীরা একই সঙ্গে ইরানের জাতীয় সংসদ ভবন এবং দেশটির প্রতিষ্ঠাতা মরহুম আয়াতুল্লাহ খোমেনির মাজারে হা'মলা চালায়। এতে অন্তত ১৭ জন নিহ'ত এবং ৫০ জন আহ'ত হন। পরে উ'গ্র স'ন্ত্রা'সী গোষ্ঠী ওই হা'মলার দায়িত্ব স্বী'কার করে। সূত্র : ইরনা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে