মঙ্গলবার, ০৯ জুন, ২০২০, ১২:০১:০০

ভারতকে চ'মকে দেওয়া পাকিস্তানের সেই মন্ত্রী করোনায় আক্রা'ন্ত!

ভারতকে চ'মকে দেওয়া পাকিস্তানের সেই মন্ত্রী করোনায় আক্রা'ন্ত!

আন্তর্জাতিক ডেস্ক : পুলওয়ামা হা'মলার পর ভারতের দ্বিতীয় সার্জি'ক্যাল স্ট্রা'ইক হয় পাকিস্তানের বালাকোটে জ'ঙ্গি ঘাঁ'টিতে। এরপর ক্ষু'ব্ধ পাকিস্তানের তরফে সেদেশের রেলমন্ত্রী শেখ রশিদ বলেছিলেন, তিনি চাইলে ভারতের সব মন্দিরে ঘন্টাধ্বনি স্ত'ব্ধ করে দিতে পারেন। পাশাপাশি পাকিস্তানের তরফে যু'দ্ধের হু'মকি দিতেও তিনি ছাড়েননি। এবার সেই শেখ রশিদই করোনায় আক্রা'ন্ত।

পাকিস্তানের সামা টিভির প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের মন্ত্রী শেখ রশিদের কোনও উপ'সর্গ নেই করোনার। তবুও তাকে টেস্ট করে পজি'টিভ পাওয়া গিয়েছে। রেলমন্ত্রী শেখ রশিদ আহমদের কোভিড-১৯ পরীক্ষার ফল ইতিবাচক আসার পরই তাকে তার বাড়িতেই কোয়ারেন্টাইন করা হয়েছে। মোদী সরকারের বি'রু'দ্ধে বিভিন্ন সময়ই মুখ খুলেছেন শেখ রশিদ। বহু বি'ত'র্কিত মন্তব্যও করেছেন। 

আবার অনেক সময়ই আজ'গুবি তথ্য দিয়ে কিংবা অ'দ্ভূ'ত কা'ণ্ড করে হাসি ম'স্ক'রার শি'কারও হয়েছেন। প্রকাশ্য জনসভায় নরেন্দ্র মোদীর বি'রু'দ্ধে বি'ষো'দ্গার করতে গিয়ে একবার বৈদ্যুতিক শক খেয়েছিলেন এই পাক মন্ত্রী। সোমবার রাত অবধি পাকিস্তানে মোট করোনা ভাইরাস রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১,০৩,৬৭১ জন। আর মৃত্যু হয়েছে ২,০৬৭ জনের। 

এদিকে, শেখ রশিদ বহুবার সেদেশের প্রধানমন্ত্রী ইমরান খানের কাছে গিয়েছেন এই সাম্প্রতিক সময়ে। রশিদের ইমরান খানের কাছে যাওয়া ও দেখা করা নিয়েও বেশ কিছুটা আ'ত'ঙ্ক ছড়িয়েছে। যদিও সোশ্যাল ডিসটে'ন্সিং ও মাস্ক পরার মতো বিধি মেনেই রশিদ চলেছেন, তবুও আ'ত'ঙ্ক থেকে যাচ্ছে। সূত্র : ওয়ান ইন্ডিয়া

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে