মঙ্গলবার, ০৯ জুন, ২০২০, ০৩:১৪:২২

ভ'য়াবহ পরি'স্থিতির দিকে ভারত, একদিনেই প্রায় ১০ হাজার আক্রা'ন্তের রেক'র্ড

ভ'য়াবহ পরি'স্থিতির দিকে ভারত, একদিনেই প্রায় ১০ হাজার আক্রা'ন্তের রেক'র্ড

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে করোনাভাইরাসের সং'ক্র'মণ প্রতিদিনই রেক'র্ড হারে বা'ড়ছে। দেশটিতে একদিনেই প্রায় ১০ হাজার (৯৯৮৭) জন নতুন করে করোনাভাইরাসে আক্রা'ন্ত হয়েছেন।পাল্লা দিয়ে মৃ'তের সংখ্যাও বা'ড়ছে।গত ২৪ ঘণ্টায় করোনায় মৃ'ত্যু হয়েছে ৩৩১ জনের।এতে মোট মৃ'তের সংখ্যা দাঁ'ড়িয়েছে ৭ হাজার ৪৬৬ জন।

আজ মঙ্গলবার সকালে ভারতীয় স্বাস্থ্যমন্ত্রণালয়ের দেওয়া প্রতিবে'দন থেকে এ ত'থ্য জানা গেছে। ভারতের স্বাস্থ্যমন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রা'ন্ত হয়েছেন ৯ হাজার ৯৮৭ জন। যা এখনও পর্যন্ত একদিনে সর্বাধিক। ফলে ভারতে মোট আক্রা'ন্তের সংখ্যা বে'ড়ে হলো ২ লাখ ৬৬ হাজার ৫৯৮ জন। এদের মধ্যে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১ লাখ ২৯ হাজার ৯১৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ২৯ হাজার ২১৫ জন। 

এদিকে, করোনায় মৃ'তের সংখ্যার হিসেবে এখনও বিশ্বে দ্বাদশ স্থানেই রয়েছে ভারত। অন্যদিকে সং'ক্র'মণের নিরিখে এখনও ভারতের স্থান পঞ্চম। শুধুমাত্র যুক্তরাষ্ট্র, ব্রাজিল, রাশিয়া এবং ব্রিটেন রয়েছে ভারতের উপরে। এর মধ্যে ব্রিটেন এবং রাশিয়ার চেয়ে সং'ক্র'মণের গতি অনেকটাই বেশি ভারতে। 

প্রতিদিনই ভারতে রেক'র্ড হারে বা'ড়ছে করোনা সং'ক্র'মণ। আশ'ঙ্কা করা হচ্ছে, এভাবে চলতে থাকলে আগামী কয়েক সপ্তাহে প'রিস্থি'তি আরও ভ'য়াবহ হবে। সূত্র : এএনআই, সংবাদ প্রতিদিন 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে