আন্তর্জাতিক ডেস্ক : আগামী এক মাসের ৩১ জুলাইয়ের মধ্যে ভারতের দিল্লিতে ৫ লাখ ৫০ হাজার জন করোনা ভাইরাসে আক্রা'ন্ত হবেন। সেখানে বর্তমানে সং'ক্র'মণ দ্বিগুণ হারে বৃদ্ধি পাচ্ছে। এই হার অ'ব্যাহ'ত থাকলে এই পরি'স্থিতির উ'দ্ভ'ব হবে বলে জানানো হয়েছে। দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া আজ এ কথা বলেছেন।
সম্প্রতি দিল্লির বাসিন্দাদের জন্য হাসপাতালে শয্যা (বেড) সং'র'ক্ষণের সিদ্ধান্ত নেয়া হয়। এর একদিন পর হাসপাতালের শয্যার বিশাল চাহিদা বা'তিল করার ঘোষণা দেন লেফটেন্যান্ট গভর্নর। দিল্লিতে কভিড -১৯ এ আ'ক্রা'ন্তের সংখ্যা্ ১২ থেকে ১৩ দিনের মধ্যে দ্বি'গু'ণ হচ্ছে। আজ লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজাল এবং শীর্ষ কেন্দ্রীয় কর্মকর্তাদের সাথে বৈঠকের পরে এ কথা বলেছেন সিসোদিয়া।
তিনি সাংবাদিকদের বলেন, ৩১ জুলাইয়ের মধ্যে দিল্লিতে সাড়ে ৫ লাখ বাসিন্দা কভিড- ১৯ আ'ক্রা'ন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময়ে আমাদের হাসাপাতালগুলোতে ৮০ হাজার শয্যা (বেড) লাগবে। দিল্লি সরকারের অনুমান অনুসারে, ১৫ ই জুনের মধ্যে ৪৪,০০০, ৩০ জুনের মধ্যে এক লাখ এবং ১৫ জুলাইয়ের মধ্যে ২ লাখ ২৫ হাজার জন করোনা রোগী স'না'ক্ত হবে। সূত্র : এনডিটিভি