মঙ্গলবার, ০৯ জুন, ২০২০, ১১:০৯:১৯

যুক্তরাষ্ট্রকে কাসেম সোলাইমানির তথ্যদাতার মৃত্যু কার্যকরের ঘোষণা ইরানের

যুক্তরাষ্ট্রকে কাসেম সোলাইমানির তথ্যদাতার মৃত্যু কার্যকরের ঘোষণা ইরানের

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দা সংস্থাকে বি'প্ল'বী গার্ডের কমান্ডার কাসেম সোলাইমানির স'ন্ধা'ন দেওয়ার দায়ে এক নাগরিকের মৃ'ত্যুদ'ণ্ড শিগগিরই কার্যকরের ঘোষণা দিয়েছে ইরান। মঙ্গলবার দেশটির বিচার বিভাগের মুখপাত্র গোলাম হোসেন ইসমাইলি জানিয়েছেন, সিআইএ ও মোসাদের গু'প্তচর হিসেবে কাজ করা মাহমুদ মৌসাভি মাজদ নামের ওই নাগরিককে মৃ'ত্যুদ'ণ্ড দেওয়া হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। গত ৩ জানুয়ারি বাগদাদ বিমানবন্দরে ড্রোন হা'মলা চালিয়ে ইরানের বি'প্ল'বী গার্ডের বিদেশি শাখা কুদস বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলাইমানিকে হ'ত্যা করে মার্কিন সেনারা। ওই অঞ্চলে মার্কিন বাহিনীর ওপর হা'মলার নেপ'থ্য ব্যক্তি হিসেবে কাসেম সোলাইমানিকে দা'য়ী করে থাকে ওয়াশিংটন। তবে নিজ দেশে ব্যা'পক জনপ্রিয় ছিলেন কাসেম সোলাইমানি।

ইরানের দাবি, কাসেম সোলাইমানির অবস্থানের তথ্য যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দেয় মাহমুদ মৌসাভি মাজদ। তবে তাকে কীভাবে গ্রে'ফতার করা হয়েছে কিংবা তার বিরু'দ্ধে আনা অ'ভিযো'গ কীভাবে নি'শ্চি'ত করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি ইরানের বিচার বিভাগ। তবে গত গ্রীষ্মে সিআইএ'র হয়ে কাজ করার অ'ভিযো'গে ১৭ জনকে আ'টকের কথা জানায় ইরান। তাদের মধ্যে বেশ কয়েকজনকেই মৃ'ত্যুদ'ণ্ড দেওয়া হয়েছে।

উল্লেখ্য, কাসেম সোলাইমানি হ'ত্যাকা'ণ্ডের পর যুক্তরাষ্ট্র ও ইরানের বি'রো'ধ চ'রমে ওঠে। হ'ত্যার প্র'তিশো'ধ নিতে ইরাকে মার্কিন সেনা অবস্থানে হা'মলা চালায় ইরান। এর কয়েক ঘণ্টার মাথায় অতিরিক্ত স'ত'র্ক থাকতে গিয়ে ভু'লক্রমে ইউক্রেনের একটি যাত্রীবাহী বিমান ভূ'পা'তিত করে ইরানি বাহিনী। এতে তেহরানের কাছে বি'ধ্ব'স্ত হওয়া বিমানটির ১৭৬ আরোহীর সবাই নিহ'ত হয়। সূত্র : আল জাজিরা

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে