আন্তর্জাতিক ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের পর এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর (Rahul Gandhi)। রাহুলের দাবি, চীনা সেনা অনায়াসে ভারতের সীমান্তে ঢু'কে ভারতীয় ভূখণ্ড দ'খল করে নিয়েছে। অথচ, ভারতের প্রধানমন্ত্রী এ নিয়ে নীরব। বুধবার এক টুইটবার্তায় মোদিকে বিঁ'ধেছেন রাহুল।
উল্লেখ্য, চীন সীমান্তে প্রায় মাসখানেক ধ'রে ভারত ও চীনের মধ্যে টা'নাপড়েন চলছে। অশান্তির আবহে দুই দেশই সীমান্তে বহু সেনা মো'তায়েন করেছে। একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম দাবি করেছে, চীনা সেনা ভারতীয় ভূখণ্ডের অনেকটাই ভিতরে প্রবেশ করেছে। অথচ ভারত সরকার এই ইস্যুতে আশ্চর্যজনকভাবে নীরব। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রতিরক্ষামন্ত্রী কারও গলাতেই এই ইস্যু নিয়ে আ'ক্রমণাত্মক সুর শোনা যায়নি। সরকারের এই নীরবতাকেই লাগাতার কা'ঠগড়ায় তুলে আসছেন রাহুল। তাঁর অভি'যোগ সীমান্ত নিয়ে সরকার নী'রব থাকায় বি'ভ্রান্ত হচ্ছে দেশবাসী।
এই অভি'যোগে এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও আ'ক্রমণ শানিয়েছেন তিনি। গত রবিবার বিহারে এক ভারচুয়াল জনসভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) দাবি করেন, ভারতের প্রতিরক্ষা নীতি এখন বিশ্ববন্দিত। গোটা পৃথিবী এখন স্বী'কার করে নেয় যে, আমেরিকা এবং ইজরায়েলের পর আর কোনও দেশ যদি নিজেদের সীমা'ন্ত সুরক্ষা নিশ্চিত করে থাকে, তাহলে সেটা হল ভারত। স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যের প্রেক্ষিতে মির্জা গালিবের একটি উর্দু কবিতা টুইট করেন রাহুল। অমিতের উদ্দেশে কটা'ক্ষ করেন, “গোটা দেশ জানে ভারতের সীমান্ত প'রিস্থিতি কেমন। তবে আপনার এই ‘কল্পনা’ দেশবাসীকে খুশি রাখার ভাল পন্থা।” অমিত শাহর উদ্দেশে রাহুলের করা এই তির্যক মন্তব্যের প্র'তিবাদ করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তার সঙ্গেও টুইটারে বেশ খানিকটা বাদানুবাদ চলে রাহুলের। তবে, এই ইস্যুতে সরাসরি প্রধানমন্ত্রীকে এই প্রথমবার কা'ঠগড়ায় তুললেন প্রাক্তন কংগ্রেস সভাপতি।-সংবাদ প্রতিদিন